জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের জেরে গ্রেফতার ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। অপর এক ক্রিকেটার যুজবেন্দ্র চহ্বালের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের জেরে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
গত লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার সঙ্গে কথা বলছিলেন যুবরাজ সিং। অভিযোগ, সেই সময় যুজবেন্দ্র চাহ্বালের উদ্দেশ্যে একটি আপত্তিজনক শব্দ প্রয়োগ করেন যুবরাজ। যার প্রেক্ষিতে যুবরাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
জানা গিয়েছে, হানসি পুলিশ যুবরাজকে হিসার পুলিশ বিভাগের গেজেটেড অফিসার মেসে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে হাইকোর্টের নির্দেশ অনুসারে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। ভারতের এই প্রাক্তন ক্রিকেটারকে গতকাল গ্রেফতার তরা হয়েছে বলে জানা যাচ্ছে। ডিএসপি বিনোদ শঙ্কর যুবরাজকে জিজ্ঞাসাবাদ করেন। এমনকী তাঁর বয়ানও রেকর্ড করা হয়।
প্রসঙ্গত, যুবরাজের ওই মন্তব্যের প্রেক্ষিতে রজত কলসান নামে এক ব্যক্তি গতবছরের জুন মাসে হানসি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি মামলা দায়ের করা হয়। তার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় যুবরাজকে। যদিও গ্রেফতারের পর যুবরাজকে ভিআইপি পরিষেবা দেওয়া হয়েছে বলেও অভিযোগ রজত কলসানের।