scorecardresearch
 

GT vs RCB, IPL 2022: তেওয়াটিয়া-মিলার ঝড়ে উড়ে গেল RCB, ৬ উইকেটে জিতল GT

এই ম্যাচে গুজরাত দুর্দান্ত শুরু করেছিল ওপেনিং জুটিতে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা ৫১ রান যোগ করেন। তবে এর পর গুজরাত কিছুটা বিপত্তির মুখে পড়ে। ওপেনিং জুটি ভাঙার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়াও আউট হন। তখন দলের স্কোর ৭৮/৩। শেষ পর্যন্ত, ডেভিড মিলার এবং রাহুল তেওটিয়ার জুটি নিয়ে আবারও দলকে জয়ের রাস্তা দেখায়। 

Advertisement
রাহুল তেওয়াটিয়া রাহুল তেওয়াটিয়া
হাইলাইটস
  • ৬ উইকেটে জিতল গুজরাত
  • RCB-কে হারাল তারা

রাহুল তেওটিয়া ও ডেভিড মিলারের বিস্ফোরক ইনিংসের ভরসায় আরও একবার জিতেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)।  শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ম্যাচে, শেষ বলে চার মেরে ম্যাচ জেতান তেওয়াটিয়া। তবে শুধু রাহুল তেওটিয়া নন ডেভিড মিলারও (David Miller) দারুণ ব্যাট করেন। শেষ তিন ওভারে গুজরাতের যখন ৩৬ রান দরকার, তখন দুজনেই ঝোড়ো ব্যাটিং করেন। 

এই ম্যাচে গুজরাত দুর্দান্ত শুরু করেছিল ওপেনিং জুটিতে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা ৫১ রান যোগ করেন। তবে এর পর গুজরাত কিছুটা বিপত্তির মুখে পড়ে। ওপেনিং জুটি ভাঙার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়াও আউট হন। তখন দলের স্কোর ৭৮/৩। শেষ পর্যন্ত, ডেভিড মিলার এবং রাহুল তেওটিয়ার জুটি নিয়ে আবারও দলকে জয়ের রাস্তা দেখায়। 

শেষ ৩ ওভারে গুজরাটের দরকার ছিল ৩৬ রান। ১৮তম ওভারে আসে ১৭ রান। যার মধ্যে ছিল একটি ছক্কা এবং দুটি চার। শেষ ওভারে সেই টার্গেট গিয়ে দাঁড়ায় মাত্র সাত রানে। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাত। ডেভিড মিলার অপরাজিত থাকেন ২৪ বলে ৩৯ রান করে। ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন ম্যাচের সেরা নির্বাচিত হওয়া রাহুল তেওয়াটিয়া। পাঁচটা চার আর দুটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। চার উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত।

বেঙ্গালুরু এই মাঠে ১৭০ রান করেছিল, কিন্তু দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিরাট কোহলি ফর্মে ফিরে এসেছেন। বিরাট কোহলিকে শুরু থেকেই ভাল ছন্দে ছিলেন। তিনি বেশ কিছু দুর্দান্ত শট মারেন। বিরাট কোহলি এই ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন, এটা একটু ধীরগতির ইনিংস ছিল কিন্তু ফর্মে ফেরাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 

Advertisement

আরও পড়ুন: প্রীতি জিন্টার পাশে আবার স্পট মিস্ট্রি গার্ল, কে এই সুন্দরী?

আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়লেন জাদেজা, ফের ক্যাপ্টেন MSD

বিরাট কোহলি ছাড়াও, রজত পতিদার RCB-এর হয়ে একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং ৫২ রান করেন। রজত মাত্র ৩২ বলে ৫ চার, ২ ছক্কায় এই ইনিংসটি খেলেন। এরপর শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল ৩৩ রান করে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান।  

Advertisement