scorecardresearch
 

India VS England 1st Test: পরপর ব্যর্থ গিল, তা হলে বিরাটের 'বিকল্প' কে? ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে

টেস্ট ক্রিকেটে আবারও ব্যর্থ শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। প্রথমে আউট হন যশস্বী জয়সওয়াল ও গিল। ৬৬ বল খেলে সেট হয়ে গেলেও ২৩ রান করে ফিরতে হয় গিলকে।

Advertisement
হাইলাইটস
  • মাত্র ২৩ রান করে আউট গিল
  • টি২০-র পাশাপাশি টেস্টেও ব্যর্থ তারকা

টেস্ট ক্রিকেটে আবারও ব্যর্থ শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। প্রথমে আউট হন যশস্বী জয়সওয়াল ও গিল। ৬৬ বল খেলে সেট হয়ে গেলেও ২৩ রান করে ফিরতে হয় গিলকে।

ভারতীয় দল প্রথম দিনেই মাত্র ২৪৬ রানে ইংল্যান্ডের সব উইকেট ফেলে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ওয়ান ডের মেজাজে খেলতে দেখা যায় ক্যাপ্টেন রোহিত শর্মা ও জয়সওয়ালকে। রোহিত দ্রুত আউট হলেও ভাল ব্যাট করেন জয়সওয়াল। মাত্র ৭৪ বলে ৮০ রান করে আউট হন তিনি। তবে বিরাট কোহলির অনুপস্থিতিতে গিলের উপর বিরাট দায়িত্ব ছিল। তাঁকেই ভারতের ইনিংস টেনে নিয়ে যেতে হত। তবে সেই কাজটা তিনি করতে পারলেন না।

উল্টোদিকে ভাল ছন্দে কেএল রাহুল। তিনিই ভারতীয় দলের মিডল অর্ডার ধরে রেখেছেন। টিম ইন্ডিয়ার লক্ষ্য হবে প্রথম ইনিংসেই বড় রান করে ইংল্যান্ডকে চাপে ফেলে দেওয়া। শুরু থেকেই দারুণ ছন্দে ভারতীয় ব্যাটাররা থাকায় সেই আশা আরও উজ্জ্বল হয়। টিম ইন্ডিয়া চাইবে বড় লিড নিয়ে নিতে যাতে তাদের আর চতুর্থ ইনিংসে ব্যাটই করতে না হয়। কারণ হায়দরাবাদে প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করে দিয়েছে। ফলে শেষ ইনিংসে এই উইকেটে ব্যাট করা একেবারেই সহজ হবে না। সেই কথা মাথায় রেখেই এমনটা করতে চাইছে ভারত।

কত রানের লিড দেওয়া যাবে সেটাই এখন দেখার। শুধু ভারতীয় স্পিনাররা নয়, ইংল্যান্ডের স্পিনাররাও সফল হয়েছেন এই পিচে। ভারতের তিন উইকেটের মধ্যে দু'টি উইকেটই তুলে নিয়েছেন স্পিনাররা। অভিজ্ঞ ক্রিকেটার জো রুটের বলে আউট হয়েছেন জয়সওয়াল। টম হার্টলি নিলেন গিলের উইকেট। তবে ভারতীয় দলকে আশা দেখাচ্ছেন রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে দেশের মাটিতেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ঘরের মাঠে টি২০ সিরিজে তাঁকে রাখা না হলেও টেস্ট সিরিজে দলে ফেরত এসে দারুণ ব্যাট করছেন তিনি। তবে তাঁর সঙ্গে আরও কোনও ব্যাটারকে বেশ কিছুটা সময় টিকে থাকা দরকার। না হলে ভারতের বড় রানের স্বপ্ন অধরাই থেকে যাবে।  

Advertisement

আরও পড়ুন

Advertisement