scorecardresearch
 
Advertisement

IND vs NZ: হোয়াইট-ওয়াশ কিউয়িরা! রাহুল-রোহিত জুটিত ইডেনে বাজিমাৎ ভারতের

অনির্বাণ সিংহ রায় | কলকাতা | 21 Nov 2021, 10:30 PM IST

India vs Newzealand T20I| IND vs NZ Live Score Updates| Cricket News | T20 match | Eden Gardens Kolkata| ভারত বনাম নিউজিল্য়ান্ড তৃতীয় টি২০ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচে কিউয়িদের হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। নিজেদের জয়ের ছন্দ বজায় রাখল ভারত। রবিবার কলকাতার ইডেন পুরোপুরি ভরতি এই ম্যাচের উত্তেজনা চরমে ছিল। আর সেই ম্যাচেই জয় তুলে নিল ভারতীয় দল। রোহিত ও কোচ দ্রাবিড় জুটিতে এই প্রথম সিরিজ জয় ভারতের তাও আবার পুরোপুরি হোয়াইট ওয়াশ।

দুরন্ত ভারতীয় দল, ইডেন জয় রোহিতদের। India Vs Newzealand T20I| Eden Gardens Kolkata| দুরন্ত ভারতীয় দল, ইডেন জয় রোহিতদের। India Vs Newzealand T20I| Eden Gardens Kolkata|

হাইলাইটস্

  • আজ ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি২০
  • তৃতীয় টি২০ ম্যাচ ইডেন গার্ডেন্সে জয় ভারতের
  • কলকাতার ইডেনে ক্রিকেট ফিভার
  • ভারতের কাছে হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ড

India vs Newzealand T20I| IND vs NZ Live Score Updates| Cricket News | T20 match | Eden Gardens Kolkata|
ভারত বনাম নিউজিল্য়ান্ড তৃতীয় টি২০ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচে কিউয়িদের হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। নিজেদের জয়ের ছন্দ বজায় রাখল ভারত। রবিবার কলকাতার ইডেন পুরোপুরি ভরতি এই ম্যাচের উত্তেজনা চরমে ছিল। আর সেই ম্যাচেই জয় তুলে নিল ভারতীয় দল। রোহিত ও কোচ দ্রাবিড় জুটিতে এই প্রথম সিরিজ জয় ভারতের তাও আবার পুরোপুরি হোয়াইট ওয়াশ।

10:30 PM (2 বছর আগে)

দুর্ধর্ষ জয় ভারতের, ৭৩ রানে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত

Posted by :- anirban

শেষ ভাল যার সব ভাল তাঁর! সেই নিয়েই এবার ভারতীয় দল মাতালো ইডেন গার্ডেন্স। প্রথম দুটি ম্যাচে জিতে ছিল রোহিত শর্মারা। এবার শেষ ম্যাচে জয় তুলে নিয়ে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিল ভারত। এই ম্যাচে প্রথম থেকেই ছন্দে ছিল ভারতীয় দল। প্রথমে রোহিত শর্মাদের ব্যাটিংয়ে বড় রান তুলেছিল ভারতীয় দল।

১৮৫ রানে টার্গেট নিয়ে নেমেছিল নিউজিল্যান্ড। তবে ১১১ রানেই ১০ উইকেট হারিয়ে নিজেদের ইনিংস শেষ করে। ভারতের হয়ে বল হাতে ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল, দীপক চাহার পান ১টি উইকেট। ১টি করে উইকেট নেন চাহাল ও ভেঙ্কটেশ আইয়ার। ২টি উইকেট পান হর্ষল প্যাটেল।

 

10:23 PM (2 বছর আগে)

৯৫ রানে ৯ উইতকেট ভারতের

Posted by :- anirban

১৬.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান নিউজিল্যান্ডের। জয়ের পথে ভারতীয় দল।

10:15 PM (2 বছর আগে)

নিউজিল্যান্ডকে সপ্তম উইকেটের পতন

Posted by :- sumana
 নিউজিল্যান্ডের সপ্তম উইকেট পড়েছে ১৪তম ওভারের প্রথম বলে। ইশান কিষানের সরাসরি থ্রোতে রানআউট হন অধিনায়ক মিচেল স্যান্টনার (২)। ১৩.৪ ওভারের পর নিউজিল্যান্ডের স্কোর- ৮৮/৭
10:04 PM (2 বছর আগে)

নিউজিল্যান্ডের স্কোর ৭০/৪

Posted by :- sumana
১১ ওভার শেষে চার উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ৭০ রান। টিম সেফার্ট ১৪ ও জিমি নিশাম শূন্য রান করে ক্রিজে আছেন।
Advertisement
9:49 PM (2 বছর আগে)

১০ ওভার শেষে ৬৮ রানে ৪ উইকেট নিউজিল্যান্ডের

Posted by :- anirban

১০ ওভার শেষে খুব একটা সুবিধাজনক জায়গায় তৃতীয় টি২০ ম্যাচে নেই নিউজিল্যান্ড দল। ভারতীয় দলের ভাল বোলিংয়ে ৩ উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৬৮ রানে নিউজিল্যান্ড। ৬০ বল মানে ১০ ওভারে ১১৭ রান করতে হবে নিউজিল্যান্ডকে। এখনও পাল্লা ভারি ভারতেরই।

9:26 PM (2 বছর আগে)

তৃতীয় উইকেট পেলেন অক্ষর প্যাটেল

Posted by :- anirban

৫ ওভার শেষে ৩০ রানে ৩ উইকেট নিউজিল্যান্ডের। বল হাতে ভারতের হয়ে তিন উইকেটই পেলেন অক্ষর প্যাটেল। দুরন্ত বোলিং ভারতের, ৯০ রানে ১৫৫ রান চাই নিউজিল্যান্ডের। খেলছেন গাপটিল ২৫ রানে ও টিম সেফার্ট।

9:18 PM (2 বছর আগে)

৩ ওভারে দুই উইকেট নিল ভারত

Posted by :- anirban

প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ইডেনে বড় রান করার পর তৃতীয় ওভারেই ২.১ ওভারে আউট হলেন ড্যারিল মিচেল ৫ রানে। উইকেট পেলেন অক্ষর প্যাটেল। ৩ ওভার শেষেও দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৩ ওভার শেষএ ২ উইকেট হারিয়ে ২২ রান নিউজিল্যান্ডের।

 

 

8:51 PM (2 বছর আগে)

৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করল ভারতীয় দল, নিউজিল্যান্ডের টার্গেট ১৮৫ রান

Posted by :- anirban

অক্ষর প্যাটেল নট আউট থাকলেন ৪ বলে ২ রান করে। অন্যদিকে, ৮ বলে দীপক চাহার করলেন ২১ রান, ২টি চার ও ১টি ছয় মারেন চাহার। ভারতের ইনিংসে দারুণ খেলেন রোহিত শর্মা।

নিউজিল্যান্ডের হয়ে ভাল বোলিং করেন মিচেল স্যান্টেনার। ৩ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট পান ঈশ সোধি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন।

 

 

8:41 PM (2 বছর আগে)

আউট হলেন হর্ষল প্যাটেল বোল্ড করলেন লকি ফার্গুসন

Posted by :- anirban

১৮.৩ ওভারে ৭ উইকেট হারাল ভারতীয় দল।

Advertisement
8:38 PM (2 বছর আগে)

১৮ ওভার শেষে ১৫৬ রানে ৬ উইকেট ভারতের

Posted by :- anirban

১৮ ওভার শেষে ভারতের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন অক্ষর প্যাটেল ও হর্ষল প্যাটেল। ১২ রানে খেলছেন প্যাটেল ১ রানে খেলছেন অক্ষর প্যাটেল। ১৫৬ রানে ৬ উইকেট ভারতের।

8:34 PM (2 বছর আগে)

১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান ভারতের

Posted by :- anirban

১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান ভারতের। মাঝে আউট হয়েছেন শ্রেয়স আইয়ার ২৫ রানে। ২০ রানে আউট হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

8:14 PM (2 বছর আগে)

১৪ ওভারে দুরন্ত ছক্কা হাঁকালেন ভেঙ্কটেশ আইয়ার, ১২৭ রানে ৪ উইকেট ভারতের

Posted by :- anirban

১২৭ রানে ৪ উইকেট ভারতীয় দলের। দুরন্ত একটি ছক্কা হাঁকালেন ভেঙ্কটেশ আইয়ার। ১৪ ওভার শেষ। ইডেনের ম্যাচে রমরমা পরিবেশ স্টেডিয়ামে। ৭০ শতাংশ দর্শক আসন দেওয়া হয়েছিল ইডেনে। সেই ৭০ শতাংশই ভরে গেল ইডেনে।

 

 

8:10 PM (2 বছর আগে)

৫৬ রানে আউ হলেন রোহিত ১৩ ওভার শেষে ১১৪ রানে ৪ ভারতের

Posted by :- anirban

১১৪ রানে ৪ উইকেট ভারতের। ৫৬ রানে আউট হলেন রোহিত শর্মা। খেলছেন ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার।

7:57 PM (2 বছর আগে)

৪ মেরে হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা

Posted by :- anirban

৩টি ছয় ও ৫টি চার দিয়ে নিজের অর্ধশতরান পূরণ করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ২৭ বলে ৫৩ রান করলেন রোহিত।

Advertisement
7:52 PM (2 বছর আগে)

ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

Posted by :- anirban

ঐতিহ্যশীল ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করলেন মহারাজ দেখুন সেই মুহূর্ত...

 

7:48 PM (2 বছর আগে)

তিন উইকেট হারাল ভারতীয় দল

Posted by :- anirban

তৃতীয় উইকেট পড়ল ভারতীয় দলের। ৪ রানে আউট হলেন ঋষভ পন্থ। ৯ ওভার শেষে ৮৩ রানে ৩ উইকেট ভারতের। ৪৬ রানে ব্যাট করছেন রোহিত শর্মা।

7:35 PM (2 বছর আগে)

২১ বলে ২৯ রান করে আউট হলেন ঈশান কিশান

Posted by :- anirban

প্রথম উইকেটের পতন ভারতীয় দলের। ২৯ রানে আউট হলেন ঈশান কিশান। ৬৯ রানে ১ উইকেট ভারতের ৬.২ ওভারে।

7:34 PM (2 বছর আগে)

পাওয়ার প্লে-তে দুরন্ত ভারতীয় ওপেনাররা

Posted by :- anirban

ব্যাট হাতে পাওয়ার প্লে-তে ৬ ওভারে ৬৯ রান করল ভারত। রোহিত শর্মা খেলছেন ৩৯ রানে ও ২৯ রানে খেলছেন ঈশান।

7:29 PM (2 বছর আগে)

৩১ বলে ৫০ রান ভারতের ৫.১ ওভারে

Posted by :- anirban

৩১ বলে ৫০ রানে পার্টনারশিপ করল ভারতীয় দলের দুই ওপেনার। ব্যাট হাতে মাত্র ৫.১ ওভারে টিমের ৫০ রান সম্পূর্ণ করলেন রোহিত-ঈশান।

Advertisement
7:22 PM (2 বছর আগে)

৪ ওভার শেষে ৩৯ রান ভারতের

Posted by :- anirban

ক্রিজে তৃতীয় টি২০ ম্যাচে ইডেনে জমে গিয়েছেন রোহিত শর্মা ও ঈশান কিশান। ভারতীয় দল উইকেট না হারিয়ে ৪ ওভার শেষে ৩৯ রান।

 

ইডেনের উন্মাদনা চরমে, দেখুন সেই ছবি...