scorecardresearch
 

India vs Pakistan: ভারত VS পাকিস্তান ম্যাচ, ইডেনে নাকি আহমেদাবাদে?

১৫ অক্টোবর ফের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। একদিনের বিশ্বকাপে ফের দেখা যেতে পারে বাবর আজমদের (Babar Azam) সঙ্গে বিরাট কোহলিদের (Virat Kohli) দ্বৈরথ। যদিও সরকারি ভাবে এখনও কবে কোন ম্যাচ হবে তা ঘোষনা করা হয়নি। 

Advertisement
ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ

১৫ অক্টোবর ফের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। একদিনের বিশ্বকাপে ফের দেখা যেতে পারে বাবর আজমদের (Babar Azam) সঙ্গে বিরাট কোহলিদের (Virat Kohli) দ্বৈরথ। যদিও সরকারি ভাবে এখনও কবে কোন ম্যাচ হবে তা ঘোষনা করা হয়নি। 

তবে ক্রিকবাজ সূত্রের খবর, ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে। Cricbuzz সূত্রে আরও খবর, ভারতের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবে চেন্নাইতে। তবে পাকিস্তানের বিরুদ্ধে ব্লকবাস্টার ম্যাচটি হবে ১৫ অক্টোবর। রবিবার, ১৯ নভেম্বরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) খুব শীঘ্রই এই সূচি প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। আয়োজক হিসেবে বিসিসিআই অবশ্যই তারিখ ও স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। ক্রিকবাজ আরও নিশ্চিত করেছে, পাকিস্তান এশিয়া কাপ নিয়ে চলা অচলাবস্থা এবং অনিশ্চয়তা থেকে বাইরে বেরিয়ে বিশ্বকাপে ভারত সফর করতে রাজি হয়েছে।

আরও পড়ুন: 'বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার...' সূর্যকুমারকে দরাজ সার্টিফিকেট সৌরভের

প্রধানত, আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে বড় ম্যাচ খেলা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-র আপত্তি রয়েছে বলে মনে করা হয়েছিল। তবে জানা গেছে, পিসিবি আহমেদাবাদে ফাইনাল খেলতে রাজি হয়েছে, যদি তাদের দল শিরোপার লড়াইয়ে পৌঁছে যায়। আপাতত আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে ম্যাচ খেলবে পাকিস্তান। আহমেদাবাদ এবং তিনটি দক্ষিণ কেন্দ্র ছাড়াও, কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর এবং মুম্বই মনোনীত স্টেডিয়ামের তালিকায় রয়েছে। যদিও মোহালি এবং নাগপুর তালিকা থেকে বাদ পড়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেমিফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: ঋদ্ধিমানই বেস্ট, জাতীয় দলে সুযোগ না পাওয়া ভীষণ দুঃখের: সম্বরণ

বিশ্বকাপে মোট ১০টি দল ৪৮টি ম্যাচ খেলবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলার সুযোগ পেয়েছে। শেষ দুটি স্থান পূরণ হবে জুন-জুলাইতে জিম্বাবয়েতে একটি কোয়ালিফাইং টুর্নামেন্টের মাধ্যমে। যেখানে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও আয়োজক জিম্বাবোয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রাক্তন দুই চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
 

Advertisement

Advertisement