scorecardresearch
 

Ind vs Sri lanka T20 : সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা, ৪ উইকেটে হারল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছে। এখন তারা ১-০ তে এগিয়ে। কিন্তু, ভারতের ক্রুনাল পাণ্ডিয়া করোনায় আক্রান্ত।

Advertisement
ভারত বনাম শ্রীলঙ্কা ভারত বনাম শ্রীলঙ্কা
হাইলাইটস
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারত
  • প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছে
  • এখন তারা  ১-০ তে এগিয়ে

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছে। এখন তারা  ১-০ তে এগিয়ে। কিন্তু,  ভারতের ক্রুনাল পাণ্ডিয়া করোনায় আক্রান্ত। যা নিয়ে চিন্তিত টিম ইন্ডিয়া। রইল ম্যাচের লাইভ আপডেটস- 

৪ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

৪ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। ম্যাচের শেষ ৩ ওভারে টানটান উত্তেজনা ছিল। অবশেষে জিতল লঙ্কাবাহিনী।

শ্রীলঙ্কার স্কোর এখন ১২৬/৬

১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর এখন ১২৬ রানে ৬ উইকেট। জেতার জন্য লঙ্কা বাহিনীর দরকার এখন ৫ বলে ৭ রান

শ্রীলঙ্কার স্কোর এখন ১০৫/৫

১৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর এখন ১০৫ রানে ৫ উইকেট। জেতার জন্য লঙ্কা বাহিনীর দরকার এখন ১৬ বলে ২৮ রান

শ্রীলঙ্কার স্কোর এখন ৯৪/৫

১৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর এখন ৯৪ রানে ৫ উইকেট। জেতার জন্য লঙ্কা বাহিনীর দরকার এখন ৩০ বলে ৩৯ রান

শ্রীলঙ্কার স্কোর এখন ৫৮/৩

১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর এখন ৬০ রানে তিন উইকেট। জেতার জন্য লঙ্কা বাহিনীর দরকার এখন ৬০ বলে ৭৫ রান

৭ ওভারে দ্বিতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার

ভারতের ১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেট খোয়াল শ্রীলঙ্কা। এখন তাদের স্কোর ৪১। দ্বিতীয় উইকেটটি নেন বরুণ চক্রবর্তী

ভারতের ১৩২ রানের জবাবে ৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৯/১ 

ব্যাট করতে নেমেই চাপে শ্রীলঙ্কা। ৩ ওতভারের মাথায় প্রথম উইকেট খোয়াল লঙ্কাবাহিনী। ১১ রান করে আউট হন ফার্নান্দো। উইকেটটি পান ভূবনেশ্বর কুমার। 

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করল ভারত

২০ ওভার শেষে ১৩২ রান করল ভারত। ভারতের হয়ে সবথেকে বেশি রান করেন শিখর ধাওয়ান। ৪২ বলে ৪০ রান করেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি ২টি উইকেট নেন ধনঞ্জয়। ৪ ওভার বল করে ২৯ রান দেন তিনি। 

Advertisement

ভারতের চতুর্থ উইকেটের পতন , শ্রীলঙ্কার ধনঞ্জয় নিলেন ২ উইকেট 

ভালো শুরু করলেও পরপর ২ উইকটের পতন ভারতের। ১৮ ওভারে ভারতের স্কোর ১১৪। চার উইকেট খুইয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার ধনঞ্জয় নিলেন ২ উইকেট।  

৮১ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন

৮১ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন, ৪০ রান করে ফিরলেন ধাওয়ান। তাঁর উইকেট নেন এ ধনঞ্জয়। 

১৮ রান করে আউট রুতুরাজ, ক্রিজে ধাওয়ান-দেবদত্ত

ডেবিউ ম্যাচে  ১৮ রান করে আউট রুতুরাজ। তাঁর উইকেট তুলে নেন শ্রীলঙ্কার বোলার দাশুন শনাকা। 

৬ ওভারে বিনা উইকেটে ভারতের স্কোর ৪৫

৬ ওভারে বিনা উইকেটে ভারতের স্কোর ৪৫, ক্রিজে ধাওয়ান- রুতুরাজ। 

ব্যাট করতে নেমে ভালো শুরু ধাওয়ানদের 

৫ ওভার খেলা শেষে ভারতের স্কোর ৩৮। কোনও উইকেট না হারিয়ে। ধাওয়ান ব্যাট করছেন ২১ ও রুতুরাজ ১৫ রানে। 

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

আজ ভারতের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রুতুরাজ গায়কোয়াড় ও শিখর ধাওয়ান। 

ভারতের একাদশ 

শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাড্ডিকাল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), কুলদীপ যাদব, রাহুল চাহার, নভদীপ সাইনি. চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী।

শ্রীলঙ্কার একাদশ 

অভিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), সাদেরা সামারাবিক্রম, ধনঞ্জয় ডি' সিলভা, রমেশ মেন্ডিস, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, আইশুরু উদানা, আকিলা ধনঞ্জয়, দুষমন্ত চামিরা।

ডেবিউ করলেন ৪ জন 

জাতীয় দলের জার্সিতে দেবদূত পাড্ডিকাল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, নীতিশ রানার অভিষেক হল।

Advertisement