scorecardresearch
 

India vs West Indies, 2nd T20I: ব্যর্থ পাওয়েলের লড়াই, ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত

শেষ আট ওভারে ৯৮ রান করে ভারত। ১৮ বলে ৩৩ রান করে শেষ ওভারে আউট হন বেঙ্কটেশ আইয়ার। তবে অতিরিক্ত ১৯ রান দেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বোলিংয়ে নিয়ন্ত্রণ এই সফরে বারবার ভুগিয়েছে ক্যারেবিয়ানদের। আরও একবার সেটা সমস্যা করল। মাঝের ওভারে রান খাওয়ার প্রবণতাও কমেনি।

Advertisement
সিরিজ জিতল ভারত সিরিজ জিতল ভারত

দ্বিতীয় টি২০ ম্যাচেও আট রানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। শুক্রবার টসে হেরে ব্যাট করতে নামে তারা। শুরুতেই ইশান কিশানের উইকেট হারায় ভারত। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিইয়ে যেতে থাকেন রোহিত। ভারত অধিনায়ক ১৮ বলে ১৯ রান করে আউট হতেই কিছুটা সমস্যায় পড়ে ভারত। এরপর আউট হন সূর্যকুমার যাদবও। মাত্র আট রান করে আউট হন তিনি। বিরাট ৪১ বলে ৫২ রান করে ফেরেন। সাতটা চার আর একটা ছক্কা মারেন তিনি। ১০৬ রানে চার উইকেট হারালেও ভারতের রান ভাল জায়গায় নিয়ে যান দুই বাঁহাতি ব্যাটার। মাত্র ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ঋষভ। সাতটা চার আর একটা অসাধারণ ছক্কা মারেন ভারতের উইকেট কিপার ব্যাটার।

শেষ আট ওভারে ৯৮ রান করে ভারত। ১৮ বলে ৩৩ রান করে শেষ ওভারে আউট হন বেঙ্কটেশ আইয়ার। তবে অতিরিক্ত ১৯ রান দেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বোলিংয়ে নিয়ন্ত্রণ এই সফরে বারবার ভুগিয়েছে ক্যারেবিয়ানদের। আরও একবার সেটা সমস্যা করল। মাঝের ওভারে রান খাওয়ার প্রবণতাও কমেনি।

চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন রস্টন চেজ। একটি করে উইকেট পান শেলডন করট্রেল ও রোমারিও শেপার্ড। জবাবে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাঁচ ওভারে ৩৪ রান করলেও উইকেট হারায়নি তারা। তবে চাপে পড়ে গিয়ে পরের ওভারেই আউট হন কায়েল মায়েরস। ১০ বলে নয় রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হন তিনি। ৩০ বলে ২২ রান করে রবি বিষ্ণোইয়ের বলে আউট হন ব্রেন্ডন কিং। নয় ওভারে ৬০ রানে দুই উইকেট হারায় তারা। চাহালের বলে নিকোলাস পুরানের ক্যাচ ফেলেন রবি। শেষ ১০ ওভারে ১১৪ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। নিজের বলেই পাওয়েলের ক্যাচ ফেলে দেন ভুবনেশ্বর কুমার।

Advertisement

আরও পড়ুন: 'বিরাটের গিফটটা পেয়ে কেঁদে ফেলেছিলাম,' খোলসা করলেন সচিন

এরপরেই ভয়ঙ্কর হয়ে ওঠে এই জুটি। দুই জনেই অর্ধ শতরান করে ফেলেন। উইকেট ফেলতে না পারলেও দুই ব্যাটারকে শান্ত রাখার চেষ্টা করেন। শেষমেশ ভুবনেশ্বর কুমারই আউট করেন পুরানকে। ক্যাচ নেন রবি। আগে ক্যাচ ফেললেও এবার আর ভুল করেননি।  ৪১ বলে ৬২ রান করে আউট হন তিনি। ৪৮ তম ওভারে দারুণ বল করেন ভুবনেশ্বর কুমার। মাত্র চার রান দেন তিনি। শেষ চার বলে দরকার ছিল ২৩ রান হর্ষল প্যাটেলের দুই বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন পাওয়েল। তবে পরের দুই বলে আর দুটি ছয় মারতে পারেননি। ১৭৮ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মাত্র ৩৬ বলে ৬৮ রান করেন পাওয়েল। 

চার ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন রবি বিষ্নোই । একটি করেই উইকেট পান চাহাল ও ভুবনেশ্বর।          

Advertisement