ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) পেতে চলেছে নতুন কিট স্পনসর (Kit Sponsor)। জার্মান বহুজাতিক সংস্থা অ্যাডিডাসের (Adidas) সঙ্গে চুক্তি করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে জুড়ে গেল আরও এক বহুজাতিক সংস্থার নাম। ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হিসেবে যুক্ত হচ্ছে ক্রীড়া সামগ্রী সংস্থা অ্যাডিডাস। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) সোমবার টুইট করে সরকারিভাবে এই কথা জানিয়েছেন। কিলার জিন্সের (Killer Jeans) নির্মাতা, কেওয়াল কিরণ ক্লোথিং লিমিটেডের (Kewal Kiran Clothing Limited) বদলে আসছে অ্যাডিডাস। কেওয়াল কিরণ ক্লোথিং লিমিটেড, মোবাইল প্রিমিয়ার লিগ স্পোর্টসের (MPL Sports) স্পনসর ছিল। কিন্তু তাঁরা মাঝপথে চুক্তি থেকে সরে দাঁড়ায়।
টুইটে জয় শাহ লেখেন, ‘আমি কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআই-এর অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আনন্দিত। আমরা ক্রিকেট খেলার উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আরও বেশি উত্তেজিত।
বর্তমান স্পনসর, কিলার জিন্সের চুক্তির মেয়াদ আগামী ৩১ মে শেষ হতে চলেছে। তারপর অ্যাডিডাসের সঙ্গে চুক্তিটি কার্যকরী হবে। কিলার জিন্সের আগে, এমপিএল (MPL) ভারতের কিট স্পনসর ছিল। মূলত, কিলার একটি পোশাকের ব্র্যান্ড। এমপিএলের থেকে কিট স্পনসরশিপ নিয়েছিল তাঁরা। যদিও সেই চুক্তি ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। আর এই তিন বছরের চুক্তির জন্য, এমপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রতি ম্যাচ পিছু ৬.৫ লক্ষ এবং রয়্যালটি হিসাবে ৯ কোটি টাকা করে দিত।
বর্তমান স্পনসর বাইজুস (Byjus), নির্দিষ্ট সময়সীমার আগেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এমন খবর প্রকাশিত হওয়ার পর, ভারতীয় ক্রিকেট বোর্ডও প্রাথমিক স্পনসর হিসেবে নতুন একটি নাম খুঁজতে শুরু করে। অন্যদিকে, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে আয়োজিত হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup)। সুতরাং, ক্রিকেটপ্রেমীরা খুব শীঘ্রই নতুন ওডিআই কিট (ODI Kit) দেখতে পাবেন।
আরও পড়ুন - খনিজ ও ফাইবারে সমৃদ্ধ কাঁঠাল সুস্থ রাখে হার্ট, জানুন এর ৭ ফায়দা