scorecardresearch
 

LSG vs RCB IPL 2022 IPL 2022 Score: ১৪ রানে LSG-কে হারিয়ে IPL-এ টিকে থাকলেন বিরাটরা

Aajtak Bangla | কলকাতা | 26 May 2022, 12:18 AM IST

এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার 2-এ রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হবে। এখানে যে দলই জিতুক না কেন, ফাইনালে শিরোপার জন্য গুজরাট টাইটানসের (GT) সঙ্গে লড়াই হবে। অর্থাৎ এলিমিনেটর খেলা লখনউ ও বেঙ্গালুরু দলকে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখান থেকে তিনটি ম্যাচ জিততে হবে।

জয় পেল বেঙ্গালুরু জয় পেল বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 মরশুমে আজ (২৫ মে) প্রথম এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মধ্যে হবে। কলকাতার ইডেন গার্ডেনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচটি।
 

12:18 AM (1 বছর আগে)

জয় পেলে বেঙ্গালুরু

Posted by :- pritam

লখনউকে হারিয়ে আইপিএলের এলিমিনেটর ম্যাচে জয় বেঙ্গালুরুর। টুর্নামেন্টে টিকে থাকলেন বিরাটরা। 

12:16 AM (1 বছর আগে)

জয়ের কাছে বেঙ্গালুরু

Posted by :- pritam

জয়ের কাছে বেঙ্গালুরু। জিততে ২ বলে ১৫ করতে হবে লখনউকে।

12:11 AM (1 বছর আগে)

জিততে চাই ২৪

Posted by :- pritam

ম্যাচ শেষ হতে আর ১ ওভার বাকি। জিততে ২৪ রান দরকার লখনউয়ের।

12:08 AM (1 বছর আগে)

কে এল রাহুল আউট

Posted by :- pritam

৭৯ রানে আউট কে এল রাহুল। ৮ বলে দরকার ২৮। 

Advertisement
11:49 PM (1 বছর আগে)

২১ বলে ৪৭ রান দরকার

Posted by :- Jagrick Dey

৩ উইকেটে ১৬১ করেছে LSG। 

11:39 PM (1 বছর আগে)

৩২ বলে ৭১ করতে হবে LSG-কে

Posted by :- Jagrick Dey

আউট হলেন দীপক হুডা। 

11:18 PM (1 বছর আগে)

১১ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

২ উইকেট হারিয়ে ৯৮ করেছে লখনউ।

10:21 PM (1 বছর আগে)

৮ রানে প্রথম উইকেট হারাল LSG

Posted by :- Jagrick Dey

১ ওভারে ৮ রানে প্রথম উইকেট হারাল তারা। আউট ডি কক। 

9:56 PM (1 বছর আগে)

২০০ করে ফেলল আরসিবি

Posted by :- Jagrick Dey

চার উইকেটে ২০০ করল তারা। দারুণ খেলছেন দীনেশ কার্তিক ও রজত পাতিদার। 

Advertisement
9:41 PM (1 বছর আগে)

১৭ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

১৬৪ রানে চার উইকেট হারিয়েছে আরসিবি। 

9:36 PM (1 বছর আগে)

রবি বিষ্ণোইয়ের এক ওভারে ২৭ রান নিলেন রজত

Posted by :- Jagrick Dey

১৫০ পেরল আরসিবি। চার উইকেট হারিয়েছে তারা। 

9:30 PM (1 বছর আগে)

১৫ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৪ উইকেটে ১২৩ রান করেছে আরসিবি।  

9:20 PM (1 বছর আগে)

৯ বলে ১৪ রান করে আউট মহিপাল

Posted by :- Jagrick Dey

উইকেট নিলেন রবি বিষ্ণোই। দারুণ ক্যাচ রাহুলের। 

9:02 PM (1 বছর আগে)

আউট ম্যাক্সওয়েলও

Posted by :- Jagrick Dey

৩ উইকেট হারাল আরসিবি। ৮৬ রানে ৩ উইকএট হারাল তারা।

Advertisement
9:01 PM (1 বছর আগে)

৫০ রজত পাতিদারের

Posted by :- Jagrick Dey

২৮ বলে ৫০ করলেন তিনি।

8:59 PM (1 বছর আগে)

১০ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৮৪ রানে ২ উইকেট হারাল RCB

8:53 PM (1 বছর আগে)

২৪ বলে ২৫ রান করে আউট বিরাট

Posted by :- Jagrick Dey

৭০ রানে ২ উইকেট হারাল RCB। 

8:45 PM (1 বছর আগে)

৭ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

১ উইকেটে ৬০ রান করেছে আরসিবি। 

8:39 PM (1 বছর আগে)

এক ওভারে এল ২০ রান

Posted by :- Jagrick Dey

ক্রুণাল পান্ডিয়ার ওভার থেকে এল ২০ রান। ১ উইকেটে ৫২ রান করেছে RCB। 

Advertisement
8:35 PM (1 বছর আগে)

৫ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৩২ রানে এক উইকেট হারিয়েছে আরসিবি।

8:17 PM (1 বছর আগে)

আউট ডু প্লেসি

Posted by :- Jagrick Dey

উইকেট নিলেন মহসিন খান। ৪ রানে ১ উইকেট হারাল RCB। 

8:12 PM (1 বছর আগে)

এলএসজি দল

Posted by :- Jagrick Dey

লখনউ সুপার জায়ান্টস:কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেএল রাহুল (সি), মানান ভোরা, এভিন লুইস, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, দুশমন্ত চামিরা, মার্কাস স্টোইনিস, মহসিন খান, আভেশ খান, রবি বিষ্ণোই। 

8:10 PM (1 বছর আগে)

আরসিবি দল

Posted by :- Jagrick Dey

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (সি), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক),শাহবাজ আহমেদ , ওয়ানিন্দু হাসরাঙ্গা, হর্ষাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

7:58 PM (1 বছর আগে)

টসে জিতল লখনউ

Posted by :- Jagrick Dey

শুরুতে বল করবে লখনউ। 

Advertisement
7:48 PM (1 বছর আগে)

৮:১০-এ শুরু হবে ম্যাচ

Posted by :- Jagrick Dey

বৃষ্টির জন্য দেরীতে শুরু হচ্ছে খেলা। 

7:44 PM (1 বছর আগে)

টসের প্রস্তুতি শুরু

Posted by :- Jagrick Dey

৭:৫৫ মিনিটে টস হবে। বৃষ্টির জন্য টস করতে কিছুটা দেরী হল। 

7:35 PM (1 বছর আগে)

কমে গিয়েছে বৃষ্টি

Posted by :- Jagrick Dey

ইডেনে শুরু কভার সরানোর কাজ। 

7:09 PM (1 বছর আগে)

হাল্কা বৃষ্টি ইডেনে

Posted by :- Jagrick Dey

বৃষ্টির জন্য টস হতে দেরী হচ্ছে। 

Advertisement