scorecardresearch
 

PBKS vs SRH, IPL 2022: চোট মায়াঙ্কের, SRH-এর বিরুদ্ধে PBKS-এর ক্যাপ্টেন ধাওয়ান

পঞ্জাবের জন্য এই ম্যাচের বিশেষ বিষয় হল দলের অধিনায়কত্ব করছেন শিখর ধাওয়ান। এর পেছনে কারণ নিয়মিত অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের ইনজুরি। শিখর ধাওয়ান টসের সময় মায়াঙ্কের চোটের তথ্য শেয়ার করেছেন। মায়াঙ্কের বিদায়ের পর সানরাইজার্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন প্রভসিমরান সিং। 

Advertisement
কুম্বলের সঙ্গে মায়াঙ্ক কুম্বলের সঙ্গে মায়াঙ্ক
হাইলাইটস
  • চোট মায়াঙ্কের
  • হারল PBKS

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)-এর ২৮ তম ম্যাচে পাঞ্জাব কিংস (PBKS) সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মুখোমুখি হচ্ছে। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে সংঘর্ষ। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। 

পঞ্জাবের জন্য এই ম্যাচের বিশেষ বিষয় হল দলের অধিনায়কত্ব করছেন শিখর ধাওয়ান। এর পেছনে কারণ নিয়মিত অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের ইনজুরি। শিখর ধাওয়ান টসের সময় মায়াঙ্কের চোটের তথ্য শেয়ার করেছেন। মায়াঙ্কের বিদায়ের পর সানরাইজার্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন প্রভসিমরান সিং। 

ধাওয়ান বলেছেন, 'মায়াঙ্কের পায়ের আঙুলে চোট ছিল, তার পরের ম্যাচে খেলার জন্য ফিট হওয়া উচিত। আমাদের দলে তাই একটাই পরিবর্তন, প্রভসিমরান একাদশে যোগ দিয়েছে। কোনো বিশেষ খেলোয়াড়ের ওপর নির্ভর না করে আমরা ভাল ফল করছি। একসঙ্গে আমাদের ভাল খেলা চালিয়ে যেতে হবে।'' ধাওয়ান আরও বলেন, 'বোলিং আরও ভাল হতে পারে, আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের দল নতুন এবং আমাদের থিতু হতে কিছুটা সময় লাগছে। টস জিতে লাভবান হতে পারে। বল টার্ন করতে পারে, কিন্তু আমরা ভালো স্কোর করতে পারলে সানরাইজার্সকে চাপ দিতে পারি।'' 

শিখর ধাওয়ান এর আগে ২০১৪ সালের আইপিএলে শেষবারের মতো অধিনায়কত্ব করেছিলেন। বিশেষ বিষয় হল তখন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দায়িত্ব নেন এবং তাঁর সামনে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) দল।

আরও পড়ুন: ফের অসাধরণ বোলিং উমরানের, শেষ ওভারে মেডেন, নিলেন ৩ উইকেট


পাঞ্জাব কিংস প্লেয়িং ইলেভেন: শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, ওডিয়ন স্মিথ, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব অরোরা, আরশদীপ সিং।

Advertisement

সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেয়িং ইলেভেন: অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম,  নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, জগদীশ সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি. নটরাজন। 
 

Advertisement