scorecardresearch
 

Rohit Sharma, IPL 2022: টানা ৬ ম্যাচে হার MI-এর, ক্যাপ্টেন্সি ছাড়বেন রোহিত ?

এখন প্রশ্ন উঠছে মুম্বই ইন্ডিয়ান্সের ভুল কোথায়। এমন পরিস্থিতিতে প্রথমেই উঠে আসে অধিনায়ক রোহিত শর্মার নাম। রোহিত শর্মা আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৫বার শিরোপা জিতেছে। কিন্তু এবার রোহিতকে ব্যাট হাতেও নিস্প্রভ লাগছে। 

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা
হাইলাইটস
  • প্রতিনিয়ত হারের মুখ দেখছে মুম্বই ইন্ডিয়ান্স
  • টানা ছয় ম্যাচে হারল তারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) ইতিহাসের অন্যতম সফল দল এবং পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) নতুন মরশুমে শুরুটা একেবারেই ভাল হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২২ এর তাদের প্রথম ৬টি ম্যাচ হেরেছে, এই প্রথম মুম্বই মরশুমের প্রথম ৬টি ম্যাচ হারল রোহিত শর্মার দল।

এখন প্রশ্ন উঠছে মুম্বই ইন্ডিয়ান্সের ভুল কোথায়। এমন পরিস্থিতিতে প্রথমেই উঠে আসে অধিনায়ক রোহিত শর্মার নাম। রোহিত শর্মা আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৫বার শিরোপা জিতেছে। কিন্তু এবার রোহিতকে ব্যাট হাতেও নিস্প্রভ লাগছে। 

ব্যাটিংয়ে ব্যর্থ, অধিনায়কত্বে ভাগ্যবান রোহিত শর্মা
এবারের মরশুমে ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। শুরুটাও ভালো হচ্ছে, কিন্তু সেটাকে বড় স্কোরে নিয়ে যেতে পারছেন না মুম্বই অধিনায়ক। যে কারণে মিডল অর্ডারের ওপর বেশি নির্ভর করতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। রোহিত শর্মা এখন পর্যন্ত ছয় ম্যাচে মাত্র ১১৪ রান করেছেন। তাঁর গড় মাত্র ১৯। 

রোহিত শর্মাকেও ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি যদি বুঝতেন যে ভুলটি কোথায় হচ্ছে, তবে তিনিও এটি সংশোধন করার চেষ্টা করতেন। কিন্তু এটা তেমন নয়, শুধু জিনিসগুলোই ক্লিক করছে না। রোহিত বলেন, ''আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি কারণ আমি আমার কাছ থেকে দলের প্রত্যাশা অনেক। আর আমি সেটা পূরণ করতে পারছি না।''  

রিকি পন্টিং যখন অধিনায়কত্ব ছেড়েছেন
এর আগেও মুম্বই ইন্ডিয়ান্সকে এমন সমস্যায় পড়তে হয়েছে। যখন দেখা গিয়েছে অধিনায়ক একেবারেই ফর্মে নেই। রিকি পন্টিংকে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স তাদের অধিনায়ক করেছিল, কিন্তু যখন টুর্নামেন্ট শুরু হয়েছিল, তখন তিনি খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন। সেই মরশুমের প্রথম ৬ ম্যাচে  রিকি পন্টিংয়ের ব্যাট থেকে মাত্র ৫২ রান আসে এবং তাঁর গড় ছিল মাত্র ১০ এর কাছাকাছি।

Advertisement

এরপর রিকি পন্টিং বড় সিদ্ধান্ত নেন এবং দল থেকে নিজেকে বাদ দেন। তখন রিকি পন্টিং, রোহিত শর্মাকে অধিনায়ক করার পরামর্শ দেন এবং নিজেও মেন্টর হিসেবে দলের সঙ্গে কাজ করতে থাকেন। রিকি পন্টিং-এর এই সিদ্ধান্ত দারুণ ছিল এবং সেই মরশুমেই মুম্বই ইন্ডিয়ান্সও প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মা যখন ক্রমাগত লড়াই করে যাচ্ছেন, তখন প্রশ্ন উঠছে যে তিনি এমন সাহসী সিদ্ধান্ত নেবেন নাকি ফর্মে ফেরার অন্য কোনও চেষ্টা করবেন। 

আরও পড়ুন: ২০২৩ থেকে মেয়েদের IPL, ঝুলনদের দাবিকে মান্যতা BCCI-এর

আরও পড়ুন: এক হাতে দারুণ ক্যাচ বিরাটের, পান্তকে ফিরিয়ে জেতালেন RCB-কে

আইপিএল ২০২২-এ মুম্বই ইন্ডিয়ান্স-

দিল্লি ক্যাপিটালস হারিয়েছে ৮ উইকেটে
রাজস্থান রয়্যালস ২৩ রানে হারিয়েছে
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ৫ উইকেটে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়েছে ৭ উইকেটে
পাঞ্জাব কিংস হারিয়েছে ১২ রানে
লখনউ সুপার জায়ান্টস ১৮ রানে হারিয়েছে 

মুম্বই ইন্ডিয়ান্স কখন চ্যাম্পিয়ন হয়?

২০১৩
২০১৫
২০১৭
২০১৯
২০২০
 

Advertisement