scorecardresearch
 

Jasprit Bumrah: IPL-এ খেলছেন না বুমরা? বড় ধাক্কার সম্ভাবনা মুম্বইয়ের

বুমরার চোট এখনও সারেনি। গত বছরের সেপ্টেম্বর থেকেই তিনি দলের বাইরে রয়েছেন। তাঁর চোট গুরুতর, যার কারণে সারতে সময় লাগছে।

Advertisement
IPL-এ বড় ধাক্কা মুম্বইয়ের, নাও খেলতে পারেন বুমরা IPL-এ বড় ধাক্কা মুম্বইয়ের, নাও খেলতে পারেন বুমরা
হাইলাইটস
  • বুমরার চোট এখনও সারেনি
  • গত বছরের সেপ্টেম্বর থেকেই তিনি দলের বাইরে রয়েছেন

আগামী জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে খেলতে গেলে টিম ইন্ডিয়াকে (Team India) বড় ধাক্কা খেতে হবে। কারণ তাদের তারকা বোলার জসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) ছাড়াই মাঠে নামতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2023) খেলার কথা ছিল বুমরার। কিন্তু, বিসিসিআই সূত্রে খবর এখনই মাঠে ফিরছেন না বুমরা। তিনি আইপিএলেও খেলবেন না।

কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুমরার চোট এখনও সারেনি। গত বছরের সেপ্টেম্বর থেকেই তিনি দলের বাইরে রয়েছেন। তাঁর চোট গুরুতর, যার কারণে সারতে সময় লাগছে। ডানহাতি বোলার শেষবার সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে খেলেছিলেন এবং পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান।

আরও পড়ুন: India vs Australia 3rd Test Indore: ইন্দোর টেস্টে চাপ আছে ভারতের, পিচ অজিদের অনুকূলে?

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA) বুমরার স্বাস্থ্যের উপর নজর রাখছে। কবে তিনি মাঠে ফিরবেন, সে সম্পর্কে এনসিএ-র তরফে কিছু জানানো হয়নি। তার প্রত্যাবর্তনের জন্য কোন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এশিয়া কাপে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। টিম ম্যানেজমেন্ট চায় এই পেসার এই বছরের শেষের দিকে ওয়ানডে বিশ্বকাপের জন্য ফিট হোক।

মুম্বই ইন্ডিয়ান্সও বড় ধাক্কা খেয়েছে

বুমরার ইনজুরি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। কারণ, বুমরার বোলিংয়ে ভর করে একাধিকবার আইপিএল জিতেছে এই দল। বুমরা মুম্বই স্কোয়াডের অবিচ্ছেদ্য সদস্য। তাঁকে না পাওয়াতে দলের ভারসাম্যে কোথাও চিড় ধরতে পারে।

Advertisement