scorecardresearch
 

MS Dhoni Ravindra Jadeja: 'ঝগড়া' ভুলে কোলে তুলে নিলেন, কী ঘটেছিল ধোনি-জাডেজার?

ট্রফি জয় সমস্ত সমস্যা দূরে সরিয়ে দেয়। ঠিক সেটাই হল সোমবার আইপিএল ২০২৩-এর (IPL 2023 Final) ফাইনাল ম্যাচে। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে নাকি কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আর সেই জাদেজাই শেষ দুই বলে ছক্কা আর চার মেরে চ্যাম্পিয়ন করলেন চেন্নাই সুপার কিংসকে (Channai Super Kings)। 

Advertisement
ধোনি ও জাদেজা ধোনি ও জাদেজা

ট্রফি জয় সমস্ত সমস্যা দূরে সরিয়ে দেয়। ঠিক সেটাই হল সোমবার আইপিএল ২০২৩-এর (IPL 2023 Final) ফাইনাল ম্যাচে। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে নাকি কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আর সেই জাদেজাই শেষ দুই বলে ছক্কা আর চার মেরে চ্যাম্পিয়ন করলেন চেন্নাই সুপার কিংসকে (Channai Super Kings)। 


এমনভাবে ম্যাচ জেতানোর পর, ধোনির রাগ গলে জল। সরাসরি কোলে তুলে নেন দলের অলরাউন্ডারকে। শেষ বল যখন মোহিত শর্মা (Mohit Sharma) করতে আসছেন সেই সময় মাঠের দিকে তাকাননি মাহি। মাটির দিকে তাকিয়ে প্রার্থনা করে গিয়েছেন। জাদেজা শেষ বলে চার মেরে ম্যাচ জেতানোর পর তাঁকে কোলে তুলে নেন। শোনা গিয়েছিল, কোয়ালিফায়ার ম্যাচে জাদেজার ভূমিকায় সন্তুষ্ট হতে পারেননি মাহি। তিনি সে কথা বলেও দিয়েছিলেন। এই নিয়ে ধোনি কিছু বললে আবার তা হজম হয়নি জাড্ডুর। তবে ট্রফি জিতে সবটাই যেন গলে জল হয়ে গেল।

আরও পড়ুন: স্যার জাদেজার ব্যাটিং-এ চ্যাম্পিয়ন CSK, টানটান ম্যাচে ৫ উইকেটে হার GT-র

কী হয়েছিল জাদেজা-ধোনির?

কী কারণে এই দুই খেলোয়াড়ের মধ্যে ঝগড়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক ভিডিও। ভিডিওটি দেখে মনে হচ্ছে জাদেজা কোনও একটা ব্যাপারে খুশি হতে পারেননি। সেই সময় ক্যাপ্টেন কুল ধোনি তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। এই সময় ধোনিও জাদেজার কাঁধে হাত রাখেন। এরপর দুজনের মধ্যে সমস্যা মিটে যায়।

 আরও পড়ুন: ধোনি IPL থেকেও অবসর নিচ্ছেন? বড় আপডেট দিলেন নিজেই
ম্যাচ শেষে আরও একটা দারুণ খবর দলের সমর্থকদের জানান ধোনি। তিনি বলেন, ‘সমস্ত দিক বিচার করে দেখলে, আমার অবসর নিয়ে নেওয়া উচিত। এটাই সঠিক সময়। কঠিন কাজ হল, আরও নয় মাস এভাবে চালিয়ে যাওয়া এবং পরের মরশুমের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া। দেখতে হবে শরীর কতটা সাহায্য করে।‘ সঙ্গে তিনি আরও বলেন, 'তবে আমি এটা অবশ্যই বলব যে চেন্নাই সুপার কিংস ফ্যানেদের থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আরও একটা আইপিএল মরশুম খেলা যেতেই পারে। যেভাবে ওরা আবেগ এবং ভালোবাসায় আমাকে ভরিয়ে দিয়েছে, সেইদিকে তাকিয়ে এটুকু তো আমি করতেই পারি। এটা আমার কেরিয়ারের একটা অংশ। আমি এখান থেকেই শুরু করেছিলাম। গোটা মাঠ আমার জন্য চিৎকার করেছে। ফলে চেন্নাইয়ের জন্য আরও একটা মরশুম আমি খেলতেই পারি।'

Advertisement


ম্যাচ শেষে দেখা যায় আবেগ ধরে রাখতে পারেননি আম্বাতি রায়ডু। ফাইনালের আগের দিনই আইপিএল থেকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। শেষ ম্যাচে দল চ্যাম্পিয়ন হওয়ায়, কেঁদে ফেলেন মিডল অর্ডার ব্যাটার। 

Advertisement