scorecardresearch
 

IPL 2024 KKR: কোচ চন্দ্রকান্তের সঙ্গে সংঘাত? স্বীকার করে নিয়ে যা বললেন গম্ভীর

গত মরসুমে লখনউ-এর (Lucknow Super Giant) বিরুদ্ধে একটাও ম্যাচে জিততে পারেনি কেকেআর (Kolkata Knight Riders)। রবিবার শ্রেয়াস আইয়ারদের সামনে সেই হারের বদলা নেওয়ার সুযোগ। গত মরসুমে লখনউ-এর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। আর এবার তিনি কেকেআর-এর দায়িত্বে। তবে কলকাতার কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে তাঁর যে কিছুটা হলেও সমস্যা হয়েছিল, তা স্বীকার করে নিলেন গম্ভীর। লখনউ-এর বিরুদ্ধে ম্যাচের নামার আগে সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুখ খুললেন গম্ভীর।

Advertisement
চন্দ্রকান্ত পন্ডিত ও গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পন্ডিত ও গৌতম গম্ভীর
হাইলাইটস
  • গম্ভীরের সঙ্গে চন্দ্রকান্তের সম্পর্ক কেমন?
  • জানুন কেকেআর অন্দরের খবর

গত মরসুমে লখনউ-এর (Lucknow Super Giant) বিরুদ্ধে একটাও ম্যাচে জিততে পারেনি কেকেআর (Kolkata Knight Riders)। রবিবার শ্রেয়াস আইয়ারদের সামনে সেই হারের বদলা নেওয়ার সুযোগ। গত মরসুমে লখনউ-এর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। আর এবার তিনি কেকেআর-এর দায়িত্বে। তবে কলকাতার কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে তাঁর যে কিছুটা হলেও সমস্যা হয়েছিল, তা স্বীকার করে নিলেন গম্ভীর। লখনউ-এর বিরুদ্ধে ম্যাচের নামার আগে সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুখ খুললেন গম্ভীর।

চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে শুরুর দিকে সমস্যা থাকলেও এখন তাঁর সঙ্গে সম্পর্ক বেশ ভাল। এমনটাই জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, 'কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। শুরুর দিকে একটু সমস্যা ছিল এখন সব ঠিকঠাক হয়ে গিয়েছে। ঘরোয়া ক্রিকেটে উনি দারুণ কোচ। খুবই সফল। সেই জন্যই তো উনি কেকেআরের মতো চ্যাম্পিয়ন দলের কোচ।' সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে নেমে দারুণ ছন্দে ফিল সল্ট। আর তাই ওপেনিং জুটি পরিবর্তন করার কোনও প্রশ্নই ওঠে না বলে জানান গম্ভীর। তিনি বলেন, 'সল্ট গত দুই ম্যাচে রান না পেলেও দারুণ খেলছে। সুনীল নারিনের সঙ্গে সল্টের ওপেনিং জুটিটা দারুন পারফর্ম করছে। তাই ওপেনিং কম্বিনেশন বদল করার কোনও প্রশ্নই ওঠে না।' 
পাশাপাশি নারিনের প্রশংসাও করেছেন নারিন। তিনি বলেন, 'সুনীল নারীনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি যখন কেকেআরের হয়ে খেলতাম সেই তখন থেকে ও একজন দারুণ পারফরমার। এবারও দারুন পারফর্ম করছে। তাই ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।' 

দলে যে দুর্বলতা আছে তা মেনে নিয়েছেন কেকেআর মেন্টর। তিনি বলেন, 'অবশ্যই আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন জায়গাতেই অনেক দুর্বলতা রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই উন্নতির দরকার। কোনও ম্যাচেই আমরা পারফেক্ট খেলছি, এটা বলা যাবে না। তবে প্রতি ম্যাচই আমরা খামতি গুলোকে শুধরে উন্নতির চেষ্টা করছি।'  

আরও পড়ুন

Advertisement

TAGS:
Advertisement