আইপিএল-এ (IPL 2024) দারুণ ছন্দে কেকেআর (Kolkata Knight Riders) ওপেনার সুনীল নারিন (Sunil Narine)। মাত্র ৪৯ বলে শতরান করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। পার্পেল ক্যাপ পাওয়া যুজবেন্দ্র চাহালকে একেবারে সাধারণ মানে নামিয়ে আনলেন নারিন। দলে গৌতম গম্ভীর ফের দলে যোগ দেওয়ার পর থেকেই নারিন ওপেন করছেন। সফলও হয়েছেন। তবে মঙ্গলবার ঘরের মাঠে দলের সমর্থকদের সামনে করা এই সেঞ্চুরির ইনিংসকে নিশ্চিত ভাবেই সেরা বলে ধরা যায়।
৬ ম্যাচে মোট ২৬৭ রান করে ইতিমধ্যেই অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার হয়ে উঠলেন 'বোলার' সুনীল। রবিচন্দ্রন আশ্বিনের সঙ্গে তাঁর লড়াই বেশ উপভোগ্য হয়ে উঠলেও, শেষ হাসি হাসেন ক্যারেবিয়ানই। ভারতীয় দলের বোলার অফ স্ট্যাম্পের বাইরে বল করে বিব্রত করার চেষ্টা করেন। তবে তাতে লাভ হয়নি। তৃতীয় ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন নারিন। এর আগে শ্যেন ওয়াটসন, রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেন। এই তালিকায় রোহিতকে দেখলে অবাক হতেই পারেন অনেকে। তবে ২০০৯ সালে ডেকান চার্জারসের হয়ে এই হ্যাটট্রিক করেন মুম্বইয়ের প্রাক্তন ক্যাপ্টেন।
এদিন নারিন প্রথম কেকেআর ক্রিকেটার হিসেবে ইডেনে সেঞ্চুরি করলেন। ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে তিনি যখন ড্রেসিংরুমে যাচ্ছেন তখন তাঁকে অভিনন্দন জানাতে হত বাড়িয়ে দেন তাঁকে আউট করা ট্রেন্ট বোল্ট। অভিনন্দন জানায় গোটা নাইট ডাগ আউট। তাঁর ইনিংসে ছিল ১৩টা চার ও ৬টা ছক্কা। স্ট্রাইক রেট ১৯৪.৬৪। গোটা স্টেডিয়ামের শুধু লেগ সাইডে নয়, সোজা বেশকিছু বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরেছেন নারিন। যা দেখে সকলেই অবাক।
রাজস্থানের সমস্ত বোলারকেই বেধড়ক পিটিয়েছেন নারিন। কুলদীপ সেন, আশ্বিন, চাহাল কেউই পার পাননি। চাহাল খেয়েছেন ৫৪, অশ্বিন দিয়েছেন ৪৯ রান। আর কুলদীপ সেন ৪৬। ২২৩ রানে শেষ হয় কলকাতার ইনিংস। শেষদিকে দারুণ ব্যাট করেন রিঙ্কু সিং।