scorecardresearch
 

ISL 2021 : সাইলার শেষবেলার গোলে তিন পয়েন্ট অধরা ATK Mohun Bagan-র

Aajtak Bangla | পানামা | 06 Mar 2021, 9:29 PM IST

বসন্তের সাজানো বাগান কার্যত ছাড়খাড় করে দিলেন নর্থ-ইস্ট ইউনাইটেডের ফুটবলার ইদ্রিসা সাইলা। ৯০+৩ মিনিটে সমতা ফেরাল নর্থ-ইস্ট ইউনাইটেড। মাচাদোর বাড়ানো ক্রসকে কাজে লাগিয়ে শুধু মাথা ঠেকালেন সাইলা। বল অরিন্দমকে পরাস্ত করে বাগানের জালে জড়িয়ে গেল। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান।

9:29 PM (3 বছর আগে)

বেজে গেল রেফারির লম্বা বাঁশি

Posted by :- koushik

৯০+৬ মিনিটে - নর্থ-ইস্টের শেষবেলার গোলে তিন পয়েন্ট হাতছাড়া করল এটিকে মোহনবাগান।

9:28 PM (3 বছর আগে)

অবিশ্বাস্য

Posted by :- koushik

৯০+৩ মিনিটে সমতা ফেরাল নর্থ-ইস্ট ইউনাইটেড। মাচাদোর বাড়ানো ক্রসকে কাজে লাগিয়ে শুধু মাথা ঠেকালেন সাইলা। বল অরিন্দমকে পরাস্ত করে বাগানের জালে জড়িয়ে গেল।

9:22 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৯০ মিনিট - নির্ধারিত সময়ের পর আরও ৬ মিনিট অতিরিক্ত দেওয়া হল।

9:22 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৮৮ মিনিট - প্রবীরের থেকে বল প্রতিহত হয়ে গ্যালেগোর কাছে যায়। সেই বলে পা লাগিয়েছিলেন গ্যালেগো। কিন্তু, অরিন্দম সেই বল সহজেই ধরে নেয়।

Advertisement
9:20 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৮৫ মিনিট - হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের সহকারি কোচ সঞ্জয় সেন।

9:16 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৮৪ মিনিট - গ্যালেগোর ফ্রি-কিক থেকে ফক্সের হেড। বিপদমুক্ত করলেন প্রীতম।

9:15 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৮২ মিনিট - উইলিয়ামসকে খারাপভাবে ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখলেন আশুতোষ।

9:14 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৮১ মিনিট - পুইয়াকে বাজেভাবে ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখলেন হার্নান্ডেজ়। চলতি ম্যাচে এটাই প্রথম হলুদ কার্ড।

9:13 PM (3 বছর আগে)

৮০ মিনিট : এটিকে মোহনবাগান - ১ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
Advertisement
9:13 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৭৯ মিনিট - মার্সেলোর বদলে মাঠে নামলেন প্রণয়।

9:12 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৭৭ মিনিট - মাচাদোর থেকে একটা ফরোয়ার্ড পাস পেলেন সাইলা। কিন্তু, বলটা আটকে দিলেন ম্যাক হিউ।

9:11 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৭৫ মিনিট - প্রথম সেমিফাইনালে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এটিকে মোহন বাগান।

9:07 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৭৩ মিনিট - সুহেরের পরিবর্তে ব্রিটো মাঠে ঢুকলেন।

9:07 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৭২ মিনিট - আশুতোষের ক্রস ধরতে পারলেন না সাইলা। বলটাকে বিপদ মুক্ত করে দিলেন ম্যাক হিউ।

Advertisement
9:04 PM (3 বছর আগে)

৭০ মিনিট : এটিকে মোহনবাগান - ১ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
9:03 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৬৯ মিনিট - হার্নান্ডেজ়ের ভাসানো বলে হেড দিয়েছিলেন কৃষ্ণা। কিন্তু, সেই বল সংগ্রহ করে নিলেন নর্থ-ইস্টের গোলরক্ষক শুভাশিষ।

9:00 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৬৭ মিনিট - ডানদিক থেকে একটা কর্নার অর্জন করল এটিকে মোহনবাগান। উইলিয়ামসের কর্নার কিক বিপদ মুক্ত করলেন কামারা।

8:59 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৬৬ মিনিট - বেঞ্জামিনের বদলে মাঠে নামলেন সাইলা।

8:58 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৬৫ মিনিট - দরজির বদলে মাঠে নামলেন মাশহুর।

Advertisement
8:58 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৬৩ মিনিট - কৃষ্ণার থেকে পাস পেয়ে শট নিয়েছিলেন প্রবীর। কিন্তু, বল অনেকটাই বাইরে দিয়ে বেরিয়ে গেল।

8:55 PM (3 বছর আগে)
8:54 PM (3 বছর আগে)

৬০ মিনিট : এটিকে মোহনবাগান - ১ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
8:54 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৫৮ মিনিট - গ্যালেগোর ফ্রি-কিক ক্লিয়ার করলেন অরিন্দম।

8:54 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৫৭ মিনিট - গ্যালেগোকে ফাউল করলেন ম্যাক হিউ। ফ্রি-কিক পেল নর্থ-ইস্ট ইউনাইটেড।

Advertisement
8:53 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৫৬ মিনিট - গ্যালেগোর ফ্রি-কিক থেকে ফক্সের হেড অনেকটা বাইরে দিয়ে চলে গেল।

8:52 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৫৫ মিনিট - ক্রমশ অশান্ত হচ্ছে নর্থ-ইস্ট ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণ অনেকটাই বেড়েছে।

8:45 PM (3 বছর আগে)

৫০ মিনিট : এটিকে মোহনবাগান - ১ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
8:44 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৫০ মিনিট - পাল্টা আক্রমণে এটিকে মোহন বাগান। মনবীরের পাস থেকে প্রবীরের শট। কাজের কাজ হল না।

8:43 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৪৯ মিনিট - মাচাদোর কাছে গোল করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, অরিন্দমের অসাধারণ একটা প্রচেষ্টায় এ যাত্রায় বেঁচে গেল এটিকে মোহনবাগান। অরিন্দম বেরিয়ে এসে বলটা ক্লিয়ার করলেন।

Advertisement
8:42 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৪৮ মিনিট- ডানদিক থেকে দরজির ক্রস, ক্লিয়ার করলেন প্রীতম।

8:41 PM (3 বছর আগে)

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

Posted by :- koushik

৪৬ মিনিট - মাঠে গড়াল বল।

8:20 PM (3 বছর আগে)

বেজে গেল রেফারির বাঁশি

Posted by :- koushik

৪৫+২ মিনিট - শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে রইল মোহনবাগান।

8:19 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৪৫ মিনিট - নির্ধরিত সময়ের পর দেওয়া হল আরও অতিরিক্ত ২ মিনিট।

8:17 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৪২ মিনিট - গ্যালেগোর ফ্রি-কিক অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।

Advertisement
8:16 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৪১ মিনিট - ১৮ গজের ঠিক বাইরেই ম্যাক হিউ ফাউল করলেন মাচাদোকে। ফ্রি-কিক পেল নর্থ-ইস্ট ইউনাইটেড।

8:15 PM (3 বছর আগে)

৪০ মিনিট : এটিকে মোহনবাগান - ১ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
8:15 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৩৯ মিনিট - সুহেরের থেকে পাস পেয়ে বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না গ্যালেগো। বলটা বিপদমুক্ত করলেন প্রীতম।

8:14 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৩৭ মিনিট - গ্যালেগোর বাঁকানো ফ্রি-কিক ঘুঁষি মেরে উড়িয়ে দিলেন বাগানের গোলরক্ষক অরিন্দম।

8:11 PM (3 বছর আগে)

গোওওওওওওললললললল

Posted by :- koushik

৩৩ মিনিট - ম্যাচের প্রথম গোল দিল এটিকে মোহনবাগান। কৃষ্ণা বল বাড়িয়েছিলেন উইলিয়ামসকে। তিনি ১৮ গজের মধ্যে ফক্সকে টপকে গোলের দরজা খুলে দিলেন।

Advertisement
8:09 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৩১ মিনিট - ১৮ গজের মধ্যে যথেষ্ট ভালো জায়গায় ছিলেন মনবীর। কিন্তু, গুরজিন্দর বলটি বিপদমুক্ত করলেন।

8:08 PM (3 বছর আগে)

৩০ মিনিট : এটিকে মোহনবাগান - ০ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
8:07 PM (3 বছর আগে)

Posted by :- koushik

২৯ মিনিট - মনবীরের থেকে পাস পেয়ে ক্রস করেছিলেন উইলিয়ামস। কিন্তু হেড দিয়ে তা বের করে দিলেন কামারা।

8:07 PM (3 বছর আগে)

Posted by :- koushik

২৭ মিনিট - গ্যালেগোকে একটা ফরোয়ার্ড পাস বাড়ালেন বেঞ্জামিন। কিন্তু, শুভাশিষ ওই অঞ্চলটা ব্লক করে দিলেন।

8:02 PM (3 বছর আগে)

Posted by :- koushik

২৩ মিনিট - লেনির থেকে পাস পেয়ে গোল করার চেষ্টা করলেন কৃষ্ণা। কিন্তু, তাঁর শট নেটের বাইরে লাগল।

Advertisement
8:01 PM (3 বছর আগে)

Posted by :- koushik

২১ মিনিট - কৃষ্ণার বাড়ানো পাস কাজে লাগিয়ে ডানদিক থেকে দারুণ ক্রস বাড়ালেন মনবীর সিং। কিন্তু, বেঞ্জামিন তা ক্লিয়ার করে দেন।

7:56 PM (3 বছর আগে)

২০ মিনিট : এটিকে মোহনবাগান - ০ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
7:56 PM (3 বছর আগে)

Posted by :- koushik

১৯ মিনিট - মার্সেলোর থেকে বল পেয়ে লম্বা শট মেরেছিলেন উইলিয়ামস। কিন্তু, বল গোলপোস্টের অনেকটা ওপর দিয়ে বেরিয়ে গেল।

7:55 PM (3 বছর আগে)

Posted by :- koushik

১৮ মিনিট - বাঁদিক থেকে ক্রস বাড়িয়েছিলেন কৃষ্ণা। কিন্তু, মার্সেলো কোনও বিপদ তৈরি করার আগেই ফক্স সেই বল ক্লিয়ার করে দিলেন।

7:54 PM (3 বছর আগে)

Posted by :- koushik

১৭ মিনিট - যথেষ্ট ধীর গতিতে এগোচ্ছে খেলা। দুটো দলই থিতু হতে চাইছে। 

Advertisement
7:53 PM (3 বছর আগে)

Posted by :- koushik

১৪ মিনিট - বেঞ্জামিনের থেকে লম্বা শটে ভাসানো বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না মাচাদো। বল গোল লাইন অতিক্রম করে বেরিয়ে গেল।

7:52 PM (3 বছর আগে)

Posted by :- koushik

১২ মিনিট - বাঁদিক থেকে উঠে আসছিলেন মাচাদো। কিন্তু, প্রীতম বলটাকে বিপদমুক্ত করলেন।

7:47 PM (3 বছর আগে)

১০ মিনিট : এটিকে মোহনবাগান - ০ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড - ০

Posted by :- koushik
7:46 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৯ মিনিট - হার্নান্ডেজ়ের কর্নার কিক ক্লিয়ার করে দিলেন বেঞ্জামিন।

7:46 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৮ মিনিট - মনবীরের একটা শট ক্লিয়ার করলেন ফক্স। প্রথম কর্নার পেল এটিকে মোহনবাগান।

Advertisement
7:45 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৬ মিনিট - উইলিয়ামসের একটা ক্রস ক্লিয়ার করে দিলেন ফক্স। 

7:45 PM (3 বছর আগে)

Posted by :- koushik

৪ মিনিট - কামারার থেকে একটা ফরোয়ার্ড পাস আশুতোষের কাছে গেল। কিন্তু পরিস্থিতি সামলে নিলেন শুভাশিষ।

7:44 PM (3 বছর আগে)

Posted by :- koushik

২ মিনিট - বেঞ্জামিনের লম্বা ফরোয়ার্ড পাস গেল গুরজিন্দরের কাছে। কিন্তু, বল গোল লাইন অতিক্রম করে বেরিয়ে গেল।

7:43 PM (3 বছর আগে)

Posted by :- koushik

১ মিনিট- মাঝ মাঠ থেকে এগোতে চাইছিলেন হার্নান্ডেজ়। কিন্তু তাঁকে আটকে দিলেন কামারা।

7:37 PM (3 বছর আগে)

Posted by :- koushik

০ মিনিট- শুরু হল আজকের ম্যাচ

Advertisement
7:23 PM (3 বছর আগে)

দেখে নিন দুই দলের প্রথম একাদশে কে কে খেলছেন

Posted by :- koushik
7:22 PM (3 বছর আগে)

Posted by :- koushik
7:21 PM (3 বছর আগে)

হাইল্যান্ডার্সদের অপরাজিত দৌড়

Posted by :- koushik

চলতি ইন্ডিয়ান সুপার লিগের শেষ দশটা ম্যাচের মধ্যে একটাতেও হারেনি নর্থ-ইস্ট ইউনাইটেড। এরমধ্যে ছ'টা ম্যাচ তারা জিতেছে এবং চারটে ম্যাচ ড্র হয়েছে। এরমধ্যে খালিদ জামিল দলের দায়িত্ব নেওয়ার পর ৯টা ম্যাচ খেলেছে নর্থ-ইস্ট। আইএসএল ইতিহাসে এটাই তাদের অপরাজিত হয়ে সবথেকে লম্বা দৌড়। একটা ম্যাচ ছাড়া বাকি প্রত্যেকটা ম্যাচেই দলের ফুটবলাররা গোল পেয়েছে। পাশাপাশি দু'বার ক্লিন শিটও তারা অর্জন করেছে।

7:19 PM (3 বছর আগে)

প্রথমবার প্লে-অফ খেলছে ATK MOHUN BAGAN

Posted by :- koushik

এই প্রথমবার আইএসএল টুর্নামেন্টে নিজেদের নাম লিখিয়েছে এটিকে মোহনবাগান। আর প্রথমবারই তারা প্লে-অফে জায়গা করে নিয়েছে। অন্যদিকে এই নিয়ে দ্বিতীয়বার প্লে-অফ খেলছে নর্থ-ইস্ট ইউনাইটেড। ২০১৮-১৯ মরশুমে হাইল্যান্ডার্স ব্রিগেড প্রথমবার সেমিফাইনালে খেলেছিল। সেবার একটা ম্যাচ জিতলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিল। গোল পার্থক্যের কারণেই ফাইনাল ম্যাচ তারা খেলতে পারেনি।

7:19 PM (3 বছর আগে)

আজ নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি এটিকে মোহনবাগান

Posted by :- koushik

এই নিয়ে তৃতীয় বার চলতি লিগে একে অপরের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং নর্থ-ইস্ট ইউনাইটেড। দুটো দলই লিগ পর্যায়ে একে অপরের বিরুদ্ধে একটা করে ম্যাচ জিতেছে। শেষবার কিন্তু হাইল্যান্ডার্স ব্রিগেড ২-১ গোলে জয়লাভ করেছে।

Advertisement