scorecardresearch
 

ISL 2024 Mohun Bagan vs Bengaluru FC: নেই হাবাসও, আজ ২ তারকাকে ছাড়াই নামতে হচ্ছে মোহনবাগানকে

বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে কান্তিরাভায় মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচে জিততে পারলেই লিগ শিল্ডের আশা বজায় থাকবে আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। তবে এখনও সুস্থ না হওয়ায় দলের সঙ্গে নেই হেড কোচ। মনে করা হচ্ছে, শেষ হোম ম্যাচে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে দেখা যেতে পারে তাঁকে। পাশাপাশি আজকের ম্যাচে আরও দুই তারকাকে পাবে না মোহনবাগান। 

Advertisement
মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগান সুপার জায়েন্ট

বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে কান্তিরাভায় মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচে জিততে পারলেই লিগ শিল্ডের আশা বজায় থাকবে আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। তবে এখনও সুস্থ না হওয়ায় দলের সঙ্গে নেই হেড কোচ। মনে করা হচ্ছে, শেষ হোম ম্যাচে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে দেখা যেতে পারে তাঁকে। পাশাপাশি আজকের ম্যাচে আরও দুই তারকাকে পাবে না মোহনবাগান। 

দুই তারকাকে ছাড়াই নামতে হবে মোহনবাগানকে
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুই তারকা ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে। একদিকে যেমন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) দলে নেই চোটের জন্য, তেমনই দলে থাকবেন না দীপক টাংরি (Deepak Tangri)। ফলে মাঝমাঠে বল নিয়ন্ত্রণ ও বল দখলের জন্য বেশ খাটতে হবে সবুজ-মেরুন দলকে। মোহনবাগানের সহকারি কোচ ম্যানুয়েল কাসাকায়ানা বলছেন, ‘চাপ একই রয়েছে। আগেও বলেছিলাম, টানা তিন ম্যাচ জিততেই হবে। দিল্লিতে (পঞ্জাব এফসি) জিতেছিল। এ বার বেঙ্গালুরু, এরপর লক্ষ্য মুম্বই। চাপ থাকবেই। বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিন পয়েন্টই পাখির চোখ।’

পয়েন্ট টেবিলে কারা কোথায়?
পয়েন্ট টেবল অনুযায়ী প্রথম ছয়ে রয়েছে মুম্বই সিটি এফসি, মোহনবাগান, এফসি গোয়া, ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং ষষ্ঠ দল হিসেবে নিশ্চিত চেন্নায়িন এফসি। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির ৪৭ পয়েন্ট রয়েছে। তাদের একটি ম্যাচই বাকি। সেটি মোহনবাগানের বিরুদ্ধে। এফসি গোয়া ও মোহনবাগানের পয়েন্ট ৪২ হলেও এক ম্যাচ কম খেলে এই পয়েন্ট সবুজ মেরুনের।

Advertisement

কোথায় ফ্রিতে দেখবেন এই ম্যাচ?
মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ শুরু হবে রাত সাড়ে সাতটায়। ফ্রিতেই দেখা যাবে এই ম্যাচ। তবে তার জন্য ফোনে থাকতে হবে জিও সিনেমা অ্যাপ। টিভিতে এই ম্যাচ দেখতে পাবেন স্পোর্টস ১৮ চ্যানেলে। বাংলায় এই ম্যাচ দেখা যাবে ডিডি বাংলায়।   
     

আরও পড়ুন

Advertisement