scorecardresearch
 

Mohun Bagan Match Rescheduled: IPL-এর জন্য পিছিয়েই গেল ম্যাচ, কবে মোহনবাগান VS মুম্বই?

কেকেআর-এর ম্যাচের দিন নয়, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল ম্যাচ খেলবে একদিন পর। অর্থাৎ ১৫ এপ্রিল। ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়েন্টের। একই দিনে আইএসএল-এ লিগ শিল্ড জয়ের লড়াইয়ে নামবে মুম্বইইয়ের বিরুদ্ধে। সাড়ে পাঁচটা থেকে আইএসএল-এর ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, আইপিএল-এর ম্যাচ হবে সাড়ে সাতটা থেকে। ফলে দেড় ঘন্টায় মোহনবাগানের ম্যাচ শেষ হবে না। সমস্যা হতে পারে যানজট নিয়েও।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল
হাইলাইটস
  • ১৪ এপ্রিল হচ্ছে না মোহনবাগানের ম্যাচ
  • সূচি নিয়ে আপত্তি জানিয়েছিল মোহনবাগান

কেকেআর-এর ম্যাচের দিন নয়, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল ম্যাচ খেলবে একদিন পর। অর্থাৎ ১৫ এপ্রিল। ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়েন্টের। একই দিনে আইএসএল-এ লিগ শিল্ড জয়ের লড়াইয়ে নামবে মুম্বইইয়ের বিরুদ্ধে। সাড়ে পাঁচটা থেকে আইএসএল-এর ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, আইপিএল-এর ম্যাচ হবে সাড়ে সাতটা থেকে। ফলে দেড় ঘন্টায় মোহনবাগানের ম্যাচ শেষ হবে না। সমস্যা হতে পারে যানজট নিয়েও।

মূলত এই সমস্ত কারণকে সামনে রেখেই এফএসডিএল-এর কাছে ম্যাচের দিন পরিবর্তন করার আবেদন করে মোহনবাগান সুপার জায়েন্ট। সেই আবেদন মেনে নিয়ে এক দিন পিছিয়ে দেওয়া হল ম্যাচ। অর্থাৎ ১৫ এপ্রিল হবে আইএসএল-এর ম্যাচ। এই ম্যাচের উপর নির্ভর করবে লিগ শিল্ড কে জিতবে। ফলে আইপিএল-এর ম্যাচের সঙ্গেই সেই ম্যাচ হলে আইএসএল-এর টিআরপি পড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। পাশাপাশি দু'টি দলই সুপার জায়েন্টের। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার কথায়, আইএসএল থেকে সম্প্রচারের টাকা পাওয়া না গেলেও, আইপিএল থেকে পাওয়া যায়। তাই সেখানে ভাগ বসুক তা চাইবেন না সঞ্জীব গোয়েঙ্কারা। তাই ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের দিন নয়, মোহনবাগানের ম্যাচের দিন পরিবর্তন হয়েছে। পরের দিন হবে ম্যাচ।

   
এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আন্তোনিও লোপেজ হাবাসের দল। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ৪১। এর আগে ডার্বি নিয়েও এমন পরিস্থিতি হয়েছিল। সেবার যদিও উল্টোদিকে কোনও ম্যাচ ছিল না। ছিল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। তবে তার জেরে বদলে যায়নি ম্যাচের দিন। সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়েছে রাত সাড়ে আটটায়। তবে এবার বদলে যেতে পারে ম্যাচের দিনও। এমনটাই শোনা যাচ্ছে।
    

Advertisement

আরও পড়ুন

Advertisement