scorecardresearch
 

ISL Final 2024: ISL ফাইনাল কলকাতায়? কল্যাণের যা ইঙ্গিত মিলল

৪ মে আইএসএল-এর (ISL 2024 Final) ফাইনাল। সেই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কলকাতায়। ২০১৪ সালে আইএসএল-এর প্রথম ম্যাচ হয়েছিল কলকাতায়। তবে ১০ বছরে কোনও দিনই ফাইনাল ম্যাচ হয়নি এই শহরে। সেই কারণেই কলকাতায় হতে পারে এই ম্যাচ। এমনটাই ইঙ্গিত মিলেছে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কথায়। 

Advertisement
মোহনবাগান মোহনবাগান

৪ মে আইএসএল-এর (ISL 2024 Final) ফাইনাল। সেই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কলকাতায়। ২০১৪ সালে আইএসএল-এর প্রথম ম্যাচ হয়েছিল কলকাতায়। তবে ১০ বছরে কোনও দিনই ফাইনাল ম্যাচ হয়নি এই শহরে। সেই কারণেই কলকাতায় হতে পারে এই ম্যাচ। এমনটাই ইঙ্গিত মিলেছে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কথায়। 

কলকাতার সঙ্গে ফাইনাল আয়োজনের লড়াইয়ে মুম্বইও

তবে ফাইনাল ম্যাচ আয়োজনের লড়াইয়ে কলকাতার সঙ্গে রয়েছে মুম্বইও। সোমবার কলকাতাতেই মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারিয়ে লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। সেমিফাইনাল জিততে পারলে সবুজ-মেরুন ব্রিগেড পৌঁছে যাবে ফাইনালে। তবে সেক্ষেত্রে আন্তনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দলকে খেলতে হবে দুই লেগের ম্যাচ। সেখানে জিততে পারলেই পাওয়া যাবে ফাইনালের ছাড়পত্র। সোমবারের ম্যাচে ৬০ হাজারের উপর দর্শক আসায় বেশ উৎসাহী হয়েছে এআইএফএফ। তবে কোথায় ফাইনাল ম্যাচ হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে এফএসডিএল। 

ফাইনালের আগে হতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এই বিষয়ে আভাসও দিয়েছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল (East Bengal) দুটি দলই প্লে অফে উঠলে কলকাতার পাল্লা ভারী থাকত। কিন্তু মোহনবাগান একা হয়ে যাওয়ায় মুম্বইয়ের দিকে শেষমেশ চলে যেতে পারে। কলকাতায় কোনওদিন আইএসএল ফাইনাল হয়নি। এই যুক্তিকে সামনে রেখে ফেডারেশন সভাপতি শেষ চেষ্টা করছেন। এদিকে, আইপিএলের মতোই আইএসএলের ফাইনাল ম্যাচেও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। থাকতে পারেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। গান গাইতে পারেন অভিজিৎ, সুনিধি চৌহানরা।

Advertisement

আইএসএলের দশম বর্ষ স্মরণীয় করে রাখতেই আয়োজকদের ভাবনায় রয়েছে কলকাতা। লিগ শিল্ড নির্ণায়ক ম্যাচে যেমন প্রচুর দর্শক এসেছিলেন, তেমনই মোহনবাগান ফাইনালে উঠলে যে আরও অনেক বেশি সমর্থক আসবেন, সেটিও ভাবতে শুরু করেছেন আয়োজক কর্তারা। তাই সেমিফাইনালের দুটি লেগে জিতে ফাইনালের টিকিট পেয়ে গেলে মোহনবাগানও চাইবে ঘরের মাঠে ফাইনাল ম্যাচ খেলতে। তবে আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ৪ মে কোথায় ফাইনাল ম্যাচ হবে তা ঠিক হয়ে যাবে। 

Advertisement