Kapil Dev On Virat Kohli: ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, ফর্মে না থাকা বিরাট কোহলিকে টি২০ দল থেকে বাদ দিতেই পারেন নির্বাচকরা। ভারতের টি-টোয়েন্টি দল থেকে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বাদ দেওয়ার কথাও বলেছেন কপিল। তিনি বলেন আসলে, এমন পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি ম্যাচের প্লেয়িং-11 থেকে বের করে বেঞ্চে বসতে বাধ্য করা হতে পারে। এ কথা বলার সময় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণও দিয়েছেন কপিল।
কপিল দেব একটি নিউজ চ্যানেলকে বলেছেন, 'হ্যাঁ, এখন পরিস্থিতি এমন হয়েছে যে আপনি বিরাট কোহলিকে টি-টোয়েন্টি ম্যাচের প্লেয়িং-11 থেকে বাদ দিতে বাধ্য হতে পারেন। আপনি যদি বিশ্বের ২ নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনকে টেস্টে বাদ দিতে পারেন, তাহলে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ও বাইরে বসতে পারে।''
অশ্বিন বসতে পারে, তাহলে বিরাট কোহলি কেন পারবে না
কপিল দেব বলেছেন, 'আমি শুধু চাই বিরাট কোহলি রান করুক। কিন্তু এই মুহূর্তে তিনি বিরাট কোহলি তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছে না। আর সেটা আমরা ভাল ভাবেই জানি। বিশ্বে নিজের নাম করে ফেলেছে বিরাট। কোহলি যদি পারফর্ম না করে, তাহলে আপনি বাকি ক্রিকেটারদের দলের বাইরে রাখতে পারবেন না।''
আরও পড়ুন: ৭ মাসে ক্রিকেট দলে ৭ বার ক্যাপ্টেন বদল! সৌরভ বললেন...
দলে জায়গার জন্য তরুণদের মধ্যে লড়াই হওয়া উচিত।
বর্তমানে ভারতীয় দলের বেঞ্চ শক্তি খুবই শক্তিশালী। দলে কেএল রাহুল, ইশান কিশান, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ারের মতো খেলোয়াড়ও রয়েছে। এ প্রসঙ্গে কপিল দেব বলেন, 'আমি চাই তরুণদের মধ্যে একটা দারুণ লড়াই হোক। কোহলিকেও ভাবতে হবে যে আমি এক সময় বড় খেলোয়াড় ছিলাম, কিন্তু এখন আমাকে আবার ফিরে আসতে হবে এবং রান করতে হবে। অনেকগুলি বিকল্প থাকার কারণে, বর্তমান ফর্মের কথা মাথায় রেখেই প্লেয়িং-11 বেছে নেওয়া উচিত।''
আরও পড়ুন: CSK-র সব পোস্ট ডিলিট করলেন রবীন্দ্র জাদেজা, কীসের ইঙ্গিত ?
আড়াই বছর সেঞ্চুরি করতে পারেননি কোহলি
বিরাট কোহলি গত আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটে (টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি) একটাও সেঞ্চুরি করতে পারেননি। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে শেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। কলকাতায় অনুষ্ঠিত এই টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেন কোহলি। সম্প্রতি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে কোহলি মাত্র ৩১ (১১ + ২০) রান করেছিলেন।