scorecardresearch
 

Kolkata Derby East Bengal vs Mohun Bagan: 'ওদের এগোতে বলুন' রেফারি অভিযোগে ইস্টবেঙ্গলকে পাল্টা দেবাশিসের

ডুরান্ড ফাইনালের আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে যেভাবে রেফারিং হচ্ছে তা নিয়ে আশঙ্কিত ইস্টবেঙ্গল ক্লাব। এমনকি আয়োজকদের বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করে কিছু দাবি জানিয়েছেন লাল-হলুদের কর্তারা। তবে সেই সব অভিযোগ অস্বীকার করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ছুঁড়লেন পাল্টা কটাক্ষও। 

Advertisement
ইস্টবেঙ্গলের অভিযোগ নিয়ে মুখ খুললেন দেবাশিস ইস্টবেঙ্গলের অভিযোগ নিয়ে মুখ খুললেন দেবাশিস

ডুরান্ড ফাইনালের আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে যেভাবে রেফারিং হচ্ছে তা নিয়ে আশঙ্কিত ইস্টবেঙ্গল ক্লাব। এমনকি আয়োজকদের বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করে কিছু দাবি জানিয়েছেন লাল-হলুদের কর্তারা। তবে সেই সব অভিযোগ অস্বীকার করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ছুঁড়লেন পাল্টা কটাক্ষও। 


রবিবার ডুরান্ড কাপের ফাইনালে মহা ডার্বি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়েন্ট। তবে তার আগে ইস্টবেঙ্গলের অভিযোগ, বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একটা দলকে। এই নিয়ে শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। আর এরপরই ইস্টবেঙ্গল কর্তার পাল্টা দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এই নিয়ে মোহনবাগান সচিব বলেন, ‘২০ বছর আগে ডার্বির আগে রেফারিদের ওপর চাপ সৃষ্টির খেলা হত। এটা অনেকটা সেই ধরনের। ওদের একটু এগোতে বলুন। সেমিফাইনালের পর নর্থইস্টের কোচ বলেন, কলকাতায় শুধু ভালো খেলে ইস্টবেঙ্গলকে হারানো সম্ভব নয়। অন্য যেটা করা দরকার, আমরা করতে পারিনি, তাই হেরেছি। তাঁর ইঙ্গিত কোনদিকে সেটা স্পষ্ট।‘ 


গত ডার্বিতে হারের পর, মোহনবাগান দলের বাসের ওপর আক্রমণ হয়েছিল বলে অভিযোগ শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গ তুলে দেবাশিস বলেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর আক্রমণের পর, আমাকে সোশ্যাল মিডিয়ায় কুৎসিত মন্তব্য করার পর কোনও সাংবাদিক সম্মেলন করেছে? ৯০ দশকে রেফারিদের ওপর চাপের খেলা হত, সেটাই হচ্ছে। এটা ২০২৩ সালে চলে না।‘

আরও পড়ুন

শুক্রবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক ডাকে ইস্টবেঙ্গল। সেখানেই শীর্ষ কর্তা দেবব্রত সরকার নাম না করে মোহনবাগানের বিরুদ্ধে দু’টি ম্যাচে রেফারিদের ত্রুটি নজরে আনেন। দুটি ম্যাবচের ছবি হাতে নিয়ে দেবব্রত সরকার বলেন , ‘প্রতিটি ম্যাচেই একটি দল রেফারিদের তরফে অন্যায্য সুবিধা পাচ্ছে। সেমিফাইনালে সুবিধা পেয়েছে। কোয়ার্টারে মুম্বই সিটি ম্যাচে পেয়েছে। গত বছর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল ফাইনালে একই ঘটনা ঘটেছে। গোয়ার কোচও ম্যাচের পর সেটা বলেছেন।" 

Advertisement

দেবব্রত সরকার আরও বলেন, ‘আগামী ৩ তারিখ ফাইনালে সুন্দর ম্যাচ হোক আমরা এটাই চাই। কোনও ক্লাবই যেন এরকম ভাবে অন্যায্য সুবিধা না পায়। যাঁরা আয়োজক, তাঁদের আবেদন করতে চাই সঠিক ভাবে মূল্যায়ন করার জন্য। জানি না কেন একটি বিশেষ ক্লাবকে এভাবে সুবিধা দেওয়া হচ্ছে। বাকি ক্লাবগুলো তাহলে কেন দল তৈরি করল? মুম্বই দল এখানে অনুশীলন করতে এসেছিল। ওরা বলেছে, আগামী দিনে কলকাতায় খেলতে আসবে কি না সেটা ভাববে। এ রকম পরিস্থিতি কাম্য নয়।‘ সবমিলিয়ে রবিবারের ডার্বির আগে সরগরম ময়দান।
 

Advertisement