scorecardresearch
 

Mohun Bagan: 'ক্ষমতা থাকলে...' IFA-কে হুঁশিয়ারি মোহনবাগানের, পাল্টা দিল ইস্টবেঙ্গলও

কলকাতা লিগের ডার্বি নিয়ে তরজা চলছে। নৈহাটিতে আয়োজিত ডার্বিতে খেলতে যায়নি মোহনবাগান। সবুজ-মেরুন ফুটবলাররা মাঠে উপস্থিত না থাকায় রেফারি সেরকমই রিপোর্ট দেবে আইএফএ-র কাছে। এবার লিগ কমিটি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে যে ছয় পয়েন্ট কাটা যাবে না তার বেশি। তবে এই ব্যাপারকে আমলই দিচ্ছে না মোহনবাগান। উল্টে হুমকি দিয়ে রাখলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

Advertisement
দেবব্রত সরকার ও দেবাশিস দত্ত দেবব্রত সরকার ও দেবাশিস দত্ত

কলকাতা লিগের ডার্বি নিয়ে তরজা চলছে। নৈহাটিতে আয়োজিত ডার্বিতে খেলতে যায়নি মোহনবাগান। সবুজ-মেরুন ফুটবলাররা মাঠে উপস্থিত না থাকায় রেফারি সেরকমই রিপোর্ট দেবে আইএফএ-র কাছে। এবার লিগ কমিটি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে যে ছয় পয়েন্ট কাটা যাবে না তার বেশি। তবে এই ব্যাপারকে আমলই দিচ্ছে না মোহনবাগান। উল্টে হুমকি দিয়ে রাখলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় আইএফএর আচরণে ক্ষুব্ধ দেবাশিস। এই ডার্বিতে খেলতে না যাওয়ায় শাস্তির মুখে পড়তে হতে পারে। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই তিনি বলেন, ' কীসের শাস্তি? আমাদের বাদ দিয়ে আইএফএ কোনও টুর্নামেন্ট করে দেখাক দেখি। যদি দম থাকে মোহনবাগানকে শাস্তি দিয়ে দেখাক। আমার আর বিনয় চোপড়ার মধ‌্যে ঝামেলা সৃষ্টি করতে গিয়েছিলেন আইএফএ সচিব। উনি জানেন না আমার যা কথা, সেটা বিনয়েরও কথা। আর যেটা বিনয়ের কথা, সেটা আমার কথা।'  প্রয়াত সবুজ-মেরুন কর্তা অঞ্জন মিত্রের কথা তুলে ধরে দেবাশিস বলেন, 'আইএফএ-র অপদার্থতার জন‌্য অনেক আগেই অঞ্জনদা কলকাতা লিগে না খেলে ঝাড়খণ্ড ফুটবল অ‌্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হওয়ার কথা বলেছিলেন।' 

অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, 'ওরা আগেও পালিয়ে গিয়েছে। এটা নতুন নয়। কেন ওরা এমনটা করল তা ওরাই ভালো বলতে পারবে।' পাশাপাশি তিনি আরও বলেন, 'আমি ম্যাচের আগেরদিনও আইএফএ সচিবের সঙ্গে কথা বলেছিলাম। আমার বক্তব্য ছিল, পরে এই ম্যাচটা করা যায় কিনা। তবে আইএফএ জানিয়ে দিয়েছে, তারা আর এই লিগটা বেশিদিন টানতে চাইছে না। মহমেডান চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তাদের ট্রফিটা দিতে দেরি হয়ে যাচ্ছে।' 
   
এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আরও প্রশ্ন তোলেন, 'আইএফএ-র সংবিধানকে মাথায় রেখেই বলছি, লিগের মাঝখানে ইস্টবেঙ্গলকে কীভাবে ইন্ডিপেন্ডেন্স কাপে খেলার অনুমতি দেওয়া হল?' এর উত্তরে দেবব্রত বলেন, 'আমাদের যদি আইএফএ এই ব্যাপারে কোনও প্রশ্ন করে আমরা জবাব দেব। দেবাশিসের প্রশ্নের জবাব দেব না।' 

আরও পড়ুন

Advertisement

Advertisement