বদলে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গলের (East Bengal) সূচি (Kolkata League 2023 Schedule)। ১০ জুলাই পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) কথা মাথায় রেখে বদলে গেল সূচি। মনে করা হচ্ছে ১৩ জুলাই রেনবো-র (Rainbow FC) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।
সূচি নিয়ে আপত্তি জানিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ। গোটা রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। ভোটে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে হবে পুলিশ দলের সদস্যদের। এর মাত্র দুইদিন পর বিনা প্রস্তুতিতে ম্যাচ খেলা কার্যত অসম্ভব। সেই কারণেই বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার কাছে এই ম্যাচ পেছানোর আবেদন জানিয়েছিল পুলিশ। সেই আবেদন গ্রহন করেছে আইএফএ। মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে এসে আইএফএ (IFA) কর্তা অনির্বাণ দত্ত বলেন, ‘একেবারেই সঠিক দাবি। ওরা কী করবে। তবে আমাদেরও ভাবতে হচ্ছে। কারণ, এরপর তিন বড় দল ডুরান্ড খেলবে। সময় দরকার।‘
এই ম্যাচ ১০ জুলাই না হলে কবে হবে? এই প্রশ্নের উত্তর এখনই দিতে নারাজ অনির্বাণ। জানিয়ে দিলেন, ‘আমরা সবটা ঠিক করে জানিয়ে দেব।‘ তবে সূত্রের খবর, যা পরিস্থিতি তাতে সূচি পরিবর্তন যে হচ্ছে তা মোটামুটি নিশ্চিত। ১০ জুলাই-এর জায়গায় ১৩ জুলাই রেনবোর বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ ক্লাব। বিনো জর্জের কোচিং-এ ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।ইতিমধ্যেই সিনিয়র দলের তিন ফুটবলার কলকাতা লিগের দলে যোগ দিয়েছেন।
যদিও ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা বলছেন, ভালো দলগঠনের জন্য যা প্রয়োজন তা তারা করেছেন। গত বছরের থেকে দলের বাজেট বেশ কিছুটা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তা আদিত্য আগারওয়াল।
কোচ কুয়াদ্রাতের সঙ্গে আলোচনা করেই যাবতীয় ফুটবলার নেওয়া হচ্ছে। গোলরক্ষকের সমস্যা মেটাতে আরও তিনজনের সঙ্গে কথা চলছে। প্রোভসুকান সিং গিল ছাড়াও তালিকায় আরও দুই জন গোলরক্ষকের নাম রয়েছে। একজনকে চুড়ান্ত করে ঘোষনা করা হবে। তাছাড়াও গতবছরে লাল-হলুদের জার্সিতে খেলা গোলরক্ষক কমলজিৎ সিংয়ের উপর ক্লাব আস্থাশীল রয়েছে বলে আদিত্য আগরওয়াল জানিয়েছেন। পাশাপাশি নতুন বিদেশি ডিফেন্ডার নেওয়ার কথাও বলেছেন। তবে ইস্টবেঙ্গলের প্রাথমিক লক্ষ্য কলকাতা লিগ।