scorecardresearch
 

Lionel Messi: আমেরিকাতেও মেসি-ম্যাজিক, চ্যাম্পিয়ন করালেন দলকে

নতুন ক্লাবে এসে প্রথম ট্রফি জিতে নিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার ক্যাপ্টেন হয়ে জিতেছেন বিশ্বকাপ। আর ইন্টার মিয়ামিতে (Inter Miami) সই করার পর মেসি জাদুতে প্রথমবার লিগস কাপের (Leagues Cup 2023) ফাইনালে ওঠে তারা। 

Advertisement
লিওনেল মেসি লিওনেল মেসি

নতুন ক্লাবে এসে প্রথম ট্রফি জিতে নিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার ক্যাপ্টেন হয়ে জিতেছেন বিশ্বকাপ। আর ইন্টার মিয়ামিতে (Inter Miami) সই করার পর মেসি জাদুতে প্রথমবার লিগস কাপের (Leagues Cup 2023) ফাইনালে ওঠে তারা। 


রবিবার সকাল সকালে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় পায় মিয়ামির ক্লাব। গত ডিসেম্বরে ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জয়ের পর ইন্টার মায়ামিকে প্রথম বার লিগস কাপ চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। ন্যাশভিল এসসির বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোল করেছিলেন। যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মায়ামির অন্যতম কর্নধার ডেভিড বেকহ্যাম। ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে গোল করেন মেসি (Lionel Messi)। এদিন মায়ামিকে চ্যাম্পিয়ন করার আরও এক নায়ক গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। ৯-৯ সমতায় থাকা অবস্থায় গোল করলেন তিনি। এরপর বিপক্ষের গোলকিপারের শট আটকে দলকে চ্যাম্পিয়ন করলেন। টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জিতেছে মায়ামি। 


কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই লড়াইয়েও জিতেছিলেন লিওনেল মেসি। আর আজ, আবারও টাইব্রেকার অবধি গড়াল খেলা। সেখানেও শেষ হাসি হাসলেন আর্জেন্টাইন সুপারস্টার। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় ১-১ ফলে। টাইব্রেকারের শেষদিকে মায়ামিকে জয় এনে দেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। তিনি দুইবার টাইব্রেকার সেভ করেন। টাইব্রেকারেও ৪-৪ সমতা ছিল। প্রথম শটে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর দুটি দলই ১টি করে শট মিস করে। ম্যারাথান পেনাল্টি শুট আউটে শেষমেশ ১০-৯ ব্যবধানে জয়ী মায়ামি।


নতুন মরশুমে পিএসজি ছেড়ে আমেরিকার ক্লাবে যোগ দেন মেসি। রবিবার সাত নম্বর ম্যাচ খেলতে নামেন মেসি। ইতিমধ্যেই সাত ম্যাচে ১০ গোল করে ফেলেছেন সুপারস্টার ফুটবলার। মেসির কেরিয়ারে এটা ৪৪তম কাপ। দারুণ রেকর্ড গড়ে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার।

আরও পড়ুন

Advertisement

Advertisement