scorecardresearch
 

MS Dhoni Birthday Celebration: জন্মদিন কেমন কাটালেন Dhoni? দেখুন VIRAL VIDEO

গতকালই জন্মদিন গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)। ৪২-এ পা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুভেচ্ছার জোয়ারে ভেসে যান সিএসকে (Chennai Super Kings) অধিনায়ক। নিজের জন্মদিন কীভাবে পালন করলেন ক্যা প্টেন কুল? সেই নিয়ে কৌতূহল জাগে তাঁর অনুরাগীদের। অবশেষে সব কৌতূহলের প্রশ্নের নিজেই দিলেন মাহি। নিজের ৪২ তম জন্মদিন নিজের পোষ্যৌদের সঙ্গে সময় কাটান মাহি। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়াতেও দেন ধোনি। যা ইতিমধ্যে ভাইরাল। 

Advertisement
মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি

গতকালই জন্মদিন গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)। ৪২-এ পা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুভেচ্ছার জোয়ারে ভেসে যান সিএসকে (Chennai Super Kings) অধিনায়ক। নিজের জন্মদিন কীভাবে পালন করলেন ক্যা প্টেন কুল? সেই নিয়ে কৌতূহল জাগে তাঁর অনুরাগীদের। অবশেষে সব কৌতূহলের প্রশ্নের নিজেই দিলেন মাহি। নিজের ৪২ তম জন্মদিন নিজের পোষ্যৌদের সঙ্গে সময় কাটান মাহি। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়াতেও দেন ধোনি। যা ইতিমধ্যে ভাইরাল। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মাহি, যেখানে দেখা যাচ্ছে, নিজের পোষ্য কুকুরদের মাঝে জন্মদিনের কেক কাটছেন ক্যায়প্টেন কুল। ক্যালপশনে লেখা, ‘সবাইকে অনেক ধন্য বাদ আমাকে এত সুন্দর শুভেচ্ছা জানানোর জন্যদ। একটি ছোট্ট মুহূর্ত আমার জন্মদিনের।‘ আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের। দেখা যাচ্ছে তিন, চারটি পোষ্যের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন মাহি। কেক কেটে খাইয়ে দিলেন পোষ্যদের, নিজেও খেলেন। আবার দুষ্টুমি করায় তাদের মৃদু ধমকও দিলেন। পোষ্যদের সঙ্গে ধোনির এই দুষ্টুমিষ্টি ভিডিয়ো দেখে মন গলে গিয়েছে নেটিজেনদের। একইসঙ্গে জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাপ্টেন কুল। ৮ জুলাই দেশের আরও এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তবে মাহির ইনস্টা পোস্ট যেন সব লাইমলাইট কেড়ে নিল।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

Advertisement


বর্তমানে শুধু আইপিএলই খেলেন ধোনি। বাকি সময়ে লাইমলাইটের অন্তরালে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। আইপিএল ২০২৩ চ্যা ম্পিয়ন হওয়ার পর অস্ত্রোপচার হয় ধোনির। এরপর তিনি জানান, ২০২৪ আইপিএলেও খেলবেন। 


ভারতীয় ক্রিকেটে আজও একটা বড় নাম মহেন্দ্র সিং ধোনি। এখনও তিনি মাঠে নামলে আবেগে ভাসে গোটা গ্যালারি। এই মরশুমে আসমুদ্র হিমাচল যেখানেই তিনি গিয়েছেন, দর্শকরা সেখানেই ভিড় করে এসেছেন মাঠে। যখনই ব্যাট করতে নেমেছেন, গোটা মাঠে তখন ‘ধোনি ধোনি’ চিৎকারে কান পাতা দায়। 
 

আরও পড়ুন

Advertisement