scorecardresearch
 

Mohun Bagan Super Giant EXCLUSIVE: ISL লিগ শিল্ড ট্রফি থাকছে মোহনবাগান ক্লাবেই, কবে থেকে দেখতে পাবেন?

আজ থেকেই মোহনবাগান (Mohun Bagan Club) মাঠে রাখা থাকবে লিগ শিল্ডের (ISL League Shield) ট্রফি। এমনটাই জানিয়ে দেওয়া হল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) পক্ষ থেকে। শনিবার দুপুর তিনটে থেকে ক্লাব তাঁবুতে ট্রফি রাখা থাকবে। রবিবার অবধি তাহকবে এই ট্রফি। সদস্য সমর্থকরা সকলেই এসে সেলফি বা ছবি তুলতে পারবেন। গত সোমবার মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারিয়ে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। ঘরের মাঠে ২-১ গোলে হারায় তাঁরা। এরপরেই শিল্ড ট্রফি শুভাশিস বসুদের হাতে তুলে দেন ফেডারেশন কর্তারা। 

Advertisement
লিগ শিল্ড ট্রফি নিয়ে মোহনবাগান লিগ শিল্ড ট্রফি নিয়ে মোহনবাগান
হাইলাইটস
  • মোহনবাগান ক্লাবেই থাকছে লিগ শিল্ড
  • শনিবার থেকেই থাকবে ট্রফি

আজ থেকেই মোহনবাগান (Mohun Bagan Club) মাঠে রাখা থাকবে লিগ শিল্ডের (ISL League Shield) ট্রফি। এমনটাই জানিয়ে দেওয়া হল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) পক্ষ থেকে। শনিবার দুপুর তিনটে থেকে ক্লাব তাঁবুতে ট্রফি রাখা থাকবে। রবিবার অবধি তাহকবে এই ট্রফি। সদস্য সমর্থকরা সকলেই এসে সেলফি বা ছবি তুলতে পারবেন। গত সোমবার মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারিয়ে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। ঘরের মাঠে ২-১ গোলে হারায় তাঁরা। এরপরেই শিল্ড ট্রফি শুভাশিস বসুদের হাতে তুলে দেন ফেডারেশন কর্তারা। 

সেই ট্রফি গাড়িতে তুলে নিয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আসলে এখনও আইএসএল (ISL 2024) শেষ হয়নি। প্লে অফের খেলা বাকি রয়েছে। তাই মোহনবাগান ফুটবলাররা শিল্ড জিতেও সেভাবে সেলিব্রেশনে মাতেননি। কোচ আন্তনিও লোপেজ হাবাসের নির্দেশ ছিল, আইএসএল ট্রফি জিতেই হবে উদযাপন। তা হলে ডুরান্ড, লিগ শিল্ড আর আইএসএল চ্যাম্পিয়ন হয়ে একসঙ্গে তিন ট্রফি জেতার সেলিব্রেশন করবে মোহনবাগান। সেই কারণেই সে দিনই ট্রফি ক্লাবে রাখা হয়নি। এমনটাই সূত্রের খবর।      

মোহনবাগানের দেওয়া চিঠি
মোহনবাগানের দেওয়া চিঠি

ওড়িশার বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে মোহনবাগান

মোহনবাগান শীর্ষে থেকে গ্রুপ পড়ব শেষ করায় লিগ শিল্ড পেয়েছে। তবে এবার তাদের লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। সেই কারণে তাদের সেমি ফাইনাল ও ফাইনাল জিততে হবে। সেমিফাইনালে দুই লেগে খেলা হবে। মঙ্গলবার প্রথম লেগের ম্যাচ হবে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ভুবনেশ্বরে। এলিমেনেটরে রয় কৃষ্ণরা ২-১ গোলে হারিয়ে দিয়েছে কেরলকে। 

আরও পড়ুন

Advertisement
মোহনবাগান ট্রফি ক্যাবিনেটে লিগ শিল্ড
মোহনবাগান ট্রফি ক্যাবিনেটে লিগ শিল্ড

৫০-১০০ টাকায় সেমিফাইনালের টিকিট

সেমিফাইনালে ওড়িশার বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচের টিকিটের দাম অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র ৫০ ও ১০০ টাকার টিকিটেও দেখা যাবে এই ম্যাচ। এমনটাই জানানো হয়েছিল মোহনবাগানের পক্ষ থেকে। ২৮ এপ্রিল ঘরের মাঠে অর্থাৎ যুবভারতীতে ফিরতি লেগের ম্যাচ খেলবে মোহনবাগান। বৃহস্পতিবার থেকেই এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, মাত্র ২ ঘন্টায় ৮ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৬২ হাজার টিকিট বিক্রি করার টার্গেট নিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা। যাতে গোটা স্টেডিয়াম ভর্তি থাকে। শুধুমাত্র অন লাইন নয়, অফ লাইনেও টিকিট পাওয়া যাবে। ২৩ এপ্রিল থেকে পাওয়া যাবে অফ লাইন টিকিট। আর যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাও টিকিট রিডম করতে পারবেন এ দিন থেকেই। সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত খলা থাকবে এই কাউন্টার। মোহনবাগান ক্লাবের পাশাপাশি, যুবভারতীর ৪ নম্বর গেটে বক্স অফিস থেকে পাওয়া যাবে এই টিকিট। 

Advertisement