scorecardresearch
 

Mohun Bagan Transfer News: দল ছাড়তে পারেন সাদিকু, তাঁর জায়গায় তারকা স্ট্রাইকার নেবে মোহনবাগান?

দলবদলের বাজারে চমক দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আগেই বিশ্বকাপার জেমি ম্যাকরলেনকে (Jemi Maclaren) সই করিয়েছে সবুজ-মেরুন শিবির। আর এবার আর্মেনিয়ার তারকাকে ছেড়ে আরও এক তারকাকে সই করাতে চলেছে তারা। এমনটাই সূত্রের খবর। সবকিছু ঠিকঠাক থাকলে গ্রেগ স্টেওয়ার্টকে (Greg Stewart) সই করাতে পারে মোহনবাগান। আইএসএল-এর (ISL) অন্যতম সফল স্ট্রাইকার স্টেওয়ার্ট। ইতিমধ্যেই সবুজ-মেরুন দলে অনেক পরিবর্তন এসেছে জোসে মলিনা (Jose Molina) দায়িত্ব নেওয়ায়।

Advertisement
আর্মান্দো সাদিকু আর্মান্দো সাদিকু

দলবদলের বাজারে চমক দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আগেই বিশ্বকাপার জেমি ম্যাকরলেনকে (Jemi Maclaren) সই করিয়েছে সবুজ-মেরুন শিবির। আর এবার আর্মেনিয়ার তারকাকে ছেড়ে আরও এক তারকাকে সই করাতে চলেছে তারা। এমনটাই সূত্রের খবর। সবকিছু ঠিকঠাক থাকলে গ্রেগ স্টেওয়ার্টকে (Greg Stewart) সই করাতে পারে মোহনবাগান। আইএসএল-এর (ISL) অন্যতম সফল স্ট্রাইকার স্টেওয়ার্ট। ইতিমধ্যেই সবুজ-মেরুন দলে অনেক পরিবর্তন এসেছে জোসে মলিনা (Jose Molina) দায়িত্ব নেওয়ায়।

শুধু তাই নয়, আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে মোহনবাগান (Mohun Bagan) সই করিয়েছে তরুণ ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়াকে। স্কটিশ সেন্ট্রাল ডিফেন্ডার টম অ্যালড্রেড এবং স্প্যানিশ সেন্টার-ব্যাক আলবার্তো রডরিগেজ মার্টিনকেও (Alberto Rodrguez Martin) সই করিয়েছেন সবুজ মেরুন কর্তারা। ভারতীয় ফুটবলে পা রাখার আগে তিনি খেলেছেন ইংল্যান্ডের বার্মিংহাম সিটি (Birmingham City F.C) ফুটবল দলের হয়ে। শুধু তাই নয়, স্কটিশ ফুটবল লিগের দল রেঞ্জার্স এফসির হয়েও বেশ ভালো ফুটবল উপহার দেন তিনি। তারপরেই পা রাখেন ভারতীয় ফুটবলে (Indian Football)। চুটিয়ে খেলেন মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং জামশেদপুর এফসির (Jameshedpur FC) জার্সি গায়ে। আর সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সবুজ মেরুনে আসতে পারেন গ্রেগ স্টেওয়ার্ট।

কেন ছেড়ে দেওয়া হচ্ছে সাদিকুকে?
সাদিকু এই মরসুমে গেম টাইম চেয়েছেন মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। সেটা দেওয়ার নিশ্চয়তা দিতে পারেনি মোহনবাগান।  সেই কারণেই এফসি গোয়ার পথে এই স্ট্রাইকার। আর তাঁর সেই ছেড়ে যাওয়া জায়গাতেই আসতে পারেন স্টেওয়ার্ট। জেসন কামিন্স, জেমি ম্যাকলরেনের সঙ্গে গ্রেগ থাকলে মোহনবাগানের আক্রমণভাগ  দারুণ শক্তিশালী হবে তা বলাই বাহুল্য। গ্রেগ ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই দারুণ ছাপ ফেলেছেন। স্ট্রাইকার হিসেবে প্রচুর গোল এসেছে তাঁর পা থেকে। তবে গ্রেগের আসা অনেকটাই নির্ভর করছে সাদিকুর সিদ্ধান্তের উপর। এখন দেখার কোন দলের হয়ে খেলতে দেখা যায় আর্মেনিয়ান স্ট্রাইকারকে।           

আরও পড়ুন

Advertisement

    

Advertisement