scorecardresearch
 

Mohun Bagan Transfer News: দলে আনোয়ার আলি, মোহনবাগানে থাকছেন প্রীতম?

মোহনবাগান (Mohun Bagan) ক্যাপ্টেন প্রীতম কোটাল (Pritam Kotal) কি দল ছাড়ছেন? এই নিয়ে সমর্থকদের প্রশ্ন অনেকদিনের। শোনা গিয়েছিল, কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) সঙ্গে সোয়াপ ডিল করে হরমিপামকে সই করাতে পারে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল। সেই সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
প্রীতম কোটাল প্রীতম কোটাল
হাইলাইটস
  • মোহনবাগান ছাড়ছেন প্রীতম?
  • মোহনবাগান দলে একাধিক তারকা

মোহনবাগান (Mohun Bagan) ক্যাপ্টেন প্রীতম কোটাল (Pritam Kotal) কি দল ছাড়ছেন? এই নিয়ে সমর্থকদের প্রশ্ন অনেকদিনের। শোনা গিয়েছিল, কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) সঙ্গে সোয়াপ ডিল করে হরমিপামকে সই করাতে পারে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল। সেই সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
 

মোহনবাগানে থাকতে চান প্রীতম?
তবে প্রীতম কী চাইছেন? মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন যদিও চাইছেন সবুজ-মেরুনেই থেকে যেতে। তবে গোটাটাই নির্ভর করছে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) টিম ম্যানেজমেন্টের ওপর। পেশাদার ফুটবলারদের অনেক সময়ই ইচ্ছে না থাকলেও দল পরিবর্তন করতে হয়। তবে ব্যক্তিগত পছন্দ-অপছন্দেরও একটা জায়গা থাকে। মোহনবাগানে স্টপার হিসেবে খেললেও, জাতীয় দলে রাইটব্যাক হিসেবে খেলেন প্রীতম। এই মুহূর্তে মোহনবাগানে সই করে ফেলেছেন আনোয়ার আলি (Anwar Ali)। ফলে স্টপারে তিনিই খেলবেন। তা হলে কি প্রথম একাদশে দেখা যাবে প্রীতম কোটালকে? বেঙ্গালুরু এফসি-র প্রস্তাব এলেও তিনি জানিয়ে দেন, মোহনবাগানের সঙ্গে আরও ২ বছরের চক্তি রয়েছে তাঁর।
 

আনোয়ার আলি সই করেছেন মোহনবাগানে
ফলে প্রীতম যে অন্তত আরও দুই বছর মোহনবাগানেই থাকতে চান তা স্পষ্ট। তবে দল যদি না চায়, তবে তাঁর মোহনবাগান জার্সি পরা হবে না। যদিও নানা ধরনের খবরে মানসিক ভাবে বিপর্যস্ত প্রীতম। জাতীয় দলের ক্যাম্পে থাকায়, এখনই এই ব্যাপারে মুখ খুলতে নারাজ প্রীতম। দলে আনোয়ার সই করায়, তাঁর জায়গা কিছুটা টালমাটাল হয়েছে বলে মনে করা হলেও, তিনি কিন্তু এ নিয়ে একেবারেই চিন্তিত নন। 
যদিও মোহনবাগান সমর্থকরা প্রীতমের চলে যাওয়ার খবরে কিছুটা বিমর্ষ। মোহনবাগান যদিও এই ব্যাপারে কিছুই জানায়নি। মোহনবাগান সুপার জায়েন্ট একের পর এক তারকা ফুটবলার সই করানোয় সমর্থকরা খুশি হলেও, ঘরের ছেলে চলে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল সবুজ-মেরুন সমর্থকদের। 

আরও পড়ুন

Advertisement

রবিবার মোহনবাগান ঘোষণা করে আলবেনিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর নাম। দুই বছরের চুক্তিতে মোহনবাগানে এসেছেন তিনি। সাদিকু সই করায় হয়ত দিমিত্রি পেত্রাতোস নীচ থেকে খেলবেন। কারণ স্ট্রাইকার হিসেবে জেসন কামিন্স ও সাদিকু খেলতে পারেন। এমনিতেও পেত্রাতোস পজেটিভ স্ট্রাইকার নন। ফলে গোল করার ক্ষেত্রে বারেবারে সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে। আর এবার যদি তাঁর সঙ্গে আলবানিয়ার এই স্ট্রাইকার যোগ দেন, তবে মোহনবাগানের ঝাঁজ আরও বাড়বে।       

Advertisement