scorecardresearch
 

বাঃ ক্যাপ্টেন! ধোনির একটি সিদ্ধান্ত, মন জিতে নিল সবার

ধোনির কথায়, 'টিমের বিদেশি প্লেয়ারদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, আমার প্রাথমিক কর্তব্য।' ধোনির এই ধরনের সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা কুর্নিশ জানাচ্ছেন ধোনিকে।

Advertisement
এমএস ধোনি এমএস ধোনি
হাইলাইটস
  • প্রথমে বিদেশি প্লেয়ারদের বাড়ি ফেরার বন্দোবস্ত করবেন
  • টিমের সব সদস্য বাড়ি ফিরলে তারপর নিজে ফিরবেন
  • ধোনির সিদ্ধান্তে আপ্লুত ভক্তরা

চেন্নাই সুপারকিংস (CSK)-এর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না তাঁর দলের প্রতিটি সদস্য বাড়িতে না পৌঁছবেন, তিনি হোটেল ছাড়বেন না। ধোনি CSK-এর প্লেয়ারদের বলেছেন, সবাই বাড়ি ফেরার পরে তিনি ফিরবেন। একদম শেষে। প্রথমে বিদেশি প্লেয়ারদের বাড়ি ফেরার বন্দোবস্ত করবেন তিনি।

ধোনির কথায়, 'টিমের বিদেশি প্লেয়ারদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, আমার প্রাথমিক কর্তব্য।' ধোনির এই ধরনের সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা কুর্নিশ জানাচ্ছেন ধোনিকে।

Advertisement

প্রসঙ্গত, এই বছরের IPL2021 করোনার জেরে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে। একাধিক প্লেয়ার করোনা আক্রান্ত। বেশ কয়েকটি টিম কোয়ারেন্টাইনেও রয়েছে। 

Advertisement