টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আইপিএল-এও তাঁর ব্যাটে বড় রানের স্কোর দেখতে পাচ্ছেন না ভক্তরা। ১০০ ইনিংসে একটাও শতরান নেই কোহলির। তার মধ্যে আবার মঙ্গলবার প্রথম বলেই আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আইপিএলের চলতি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ৭টি ম্যাচে মাত্র দুবার ৪০-এর বেশি রান করেছেন তিনি। মঙ্গলবার আইপিএল ম্যাচে প্রথম বলেই আউট হন কোহলি। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৯৬ রানের ইনিংসের সাহায্যে এই ম্যাচে আরসিবি লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ১৮ রানে পরাজিত করে।
এদিকে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) কোহলিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, বিরাট দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে। এখন করোনার কারণে কয়েক বছর ধরে বায়ো-বাবলে ক্রিকেট খেলা হচ্ছে। এটা বিরাটের মনে প্রভাব ফেলেছে। কেরিয়ারের বাকি বছরগুলোতে কোহলির সেরা ক্রিকেট দেখতে হলে বিশ্রাম দিতে হবে।
ইংল্যান্ড সফরের আগে কোহলিকে বিশ্রাম দেওয়া উচিত
স্টার স্পোর্টসকে রবি শাস্ত্রী বলেন, ''বিরাট কোহলি এই মুহূর্তে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কেরিয়ারের এখনও ৬-৭ বছর বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে নিশ্চিত করা উচিত যে তারা যেন কোহলিকে সমস্যার দিকে ঠেলে না দেন। বিশেষ করে যখন বায়ো-বাবলের কারণে ক্লান্তি ইতিমধ্যেই উদ্বেগের কারণ হয়ে উঠেছে।''
তিনি আরও বলেন, ''ভক্তদের প্রত্যাশা পূরণ ও অন্যান্য দায়িত্বের কারণে কোহলি এমনিতেই মানসিক চাপে রয়েছে। আমার বিশ্বাস ইংল্যান্ড সফরের আগে ওকে বিশ্রাম দেওয়া উচিত।''
আরও পড়ুন: ডিসেম্বরেই বিয়ের সানাই বাজবে রাহুল-আথিয়ার, তোড়জোর শুরু
আরও পড়ুন: ডিসেম্বরেই বিয়ের সানাই বাজবে রাহুল-আথিয়ার, তোড়জোর শুরু
একই অভিমত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনেরও। পিটারসেন বলেন, ''ও অনেক কিছুর সঙ্গে জড়িত। তিনি এই খেলার সবচেয়ে বড় তারকা। বিরাট কোহলির কিছু সময়ের জন্য বিশ্রামের খুব প্রয়োজন। তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে এবং নিজেকে নতুন করে উজ্জীবিত করতে হবে।''