scorecardresearch
 

India vs West Indies, 2nd T20I: শিখরে পৌঁছনোর লড়াইয়ে রোহিত ও বিরাট

বর্তমানে ১১২ টি-টোয়েন্টিতে ৩২৯৯ রান করে শীর্ষে রয়েছেন গাপটিল। তার পরেই রয়েছেন বিরাট কোহলি, যিনি ৯৬ ম্যাচে ৩২৪৪ রান করেছেন। কোহলি থেকে মাত্র ৭ রান পিছিয়ে রোহিত শর্মা। এভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কোহলি ও গাপটিলকে পেছনে ফেলে রোহিতের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কোহলির সামনেও সুযোগ থাকছে গাপটিলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করার। এখন দেখতে হবে পরের ম্যাচে কে বেশি রান করতে পারেন।

Advertisement
রোহিত শর্মার সঙ্গে বিরাট রোহিত শর্মার সঙ্গে বিরাট

কলকাতার ইডেন গার্ডেনে চলছে টিম ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দল প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। দুই দলের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৮ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার প্রতিযোগিতা চলছে তিন ক্রিকেটারের মধ্যে। এদের মধ্যে রোহিত ও কোহলিও রয়েছেন। আপাতত এই দৌড়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে মার্টিন গাপটিলকে পেছনে ফেলে সর্বোচ্চ স্কোরার হওয়ার সুযোগ রয়েছে রোহিত ও কোহলির কাছে।

কোহলির থেকে মাত্র ৭ রান পিছিয়ে রোহিত

বর্তমানে ১১২ টি-টোয়েন্টিতে ৩২৯৯ রান করে শীর্ষে রয়েছেন গাপটিল। তার পরেই রয়েছেন বিরাট কোহলি, যিনি ৯৬ ম্যাচে ৩২৪৪ রান করেছেন। কোহলি থেকে মাত্র ৭ রান পিছিয়ে রোহিত শর্মা। এভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কোহলি ও গাপটিলকে পেছনে ফেলে রোহিতের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কোহলির সামনেও সুযোগ থাকছে গাপটিলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করার। এখন দেখতে হবে পরের ম্যাচে কে বেশি রান করতে পারেন।

এই তিন ব্যাটারের পর আর কোনো খেলোয়াড়ই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিন হাজার রান করতে পারেননি। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। এই অস্ট্রেলিয়ান ব্যাটার এখনও পর্যন্ত ৮৬ টি-টোয়েন্টিতে ২৬৭৬ রান করেছেন। এমন পরিস্থিতিতে কোহলি, রোহিত এবং গাপটিলদের সামনে এই মুহূর্তে কোনও চতুর্থ ব্যাটার নেই যে এদেরকেও ছাপিয়ে যেতে পারেন। সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড় এখন এই তিন ব্যাটারের মধ্যে।
 

 

প্লেয়ার  দেশ  ম্যাচ রান
মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ১১২ ৩২৯৯
বিরাট কোহলি ভারত ৯৬ ৩২৪৪
রোহিত শর্মা ভারত ১২০ ৩২৩৭
অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া ৮৬ ২৬৭৬
পল স্টার্লিং  আয়ারল্যান্ড ৯৭ ২৬৬০

আরও পড়ুন: কখন কী ভাবে দেখবেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি ২০ ম্যাচ ?

Advertisement

অ্যাডভান্টেজ রোহিত

বিরাট কোহলির ব্যাটে এখন রান নেই। নভেম্বর 2019 থেকে তিনি তিনটি ফরম্যাটে (টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি) একটাও সেঞ্চুরি করতে পারেননি। যেখানে রোহিত শর্মা ইতিমধ্যেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯ বলে ৪০ রানের দারুণ ইনিংস খেলেছেন। এই অবস্থায় ফর্মের দিক থেকে রোহিতের বাকি সকলকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

Advertisement