scorecardresearch
 

Rohit Sharma : করোনায় আক্রান্ত রোহিত শর্মা, রয়েছেন আইসোলেশনে

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, "টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাকে শনিবার একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে (RAT) এর পরে COVID-19 পজেটিভ পাওয়া গিয়েছে। বর্তমানে টিম হোটেলে তিনি আইসোলেশনে রয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন"।

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা
হাইলাইটস
  • রোহিত শর্মা আক্রান্ত কোভিডে
  • টিম হোটেলেই রয়েছেন আইসোলেশনে
  • বিবৃতি দিয়ে জানালো বিসিসিআই

করোনায় আক্রান্ত রোহিত শর্মা (Rohit Sharma)। রবিবার এই কথা জানিয়েছে বিসিসিআই (BCCI)। বর্তমানে আইসোলেশানে রয়েছেন তিনি। শনিবার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোভিড ১৯ পজেটিভ পাওয়া যায় রোহিত শর্মার। লিসেস্টারশায়ার কাউন্টি ক্লাবে ৪ দিনের অনুশীলন ম্যাচের তৃতীয় দিনে মাঠে নামেননি ভারতের অধিনায়ক।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, "টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাকে শনিবার একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে (RAT) এর পরে COVID-19 পজেটিভ পাওয়া গিয়েছে। বর্তমানে টিম হোটেলে তিনি আইসোলেশনে রয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন"।

৪ দিনের প্র্যাকসিট ম্যাচে খেলছিলেন রোহিত শর্মা। ইনিংসে ওপেন করেন রোহিত। ম্যাচে ২৫ রান করেন তিনি। পেসার রোমান ওয়াকারের বলে আউট হন ভারতের অধিয়ানক। তবে তৃতীয় দিন তাঁকে মাঠে না দেখায় অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল। অবশেষে পাওয়া গেল তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর। 

এদিকে আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে রোহিতকে না পাওয়া গেলে তা ভারতের কাছে বড়সড় ধাক্কা হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেক্ষত্রে দেখার রোহিত না থাকলে কোন রণকৌশল নেয় টিম ইন্ডিয়া। 

আরও পড়ুনElection 2022 LIVE : জিটিএ-শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, উপনির্বাচন সমতলেও

Advertisement