scorecardresearch
 

Sania Mirza retirement: এই মরশুমের পরেই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া

সানিয়া বুধবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তাঁর এই সিদ্ধান্তে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। ২০০৪ সাল থেকে পেশাদার টেনিসে এসেছিলেন সানিয়া। জিতেছেন ছয়টি গ্র্যান্ডস্ল্যাম। প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে ছিলেন সানিয়া। ২০০৬ সিঙ্গলসে প্রথম ৩০ এর মধ্যে ঢুকে পড়ে সকলকে চমকে দিয়েছিলেন। মহিলাদের ডাবলসে সানিয়া তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন রানার্স হয়েছেন একবার। ভারতীয় মহিলা টেনিস সানিয়া ঝড় তুলেছিলেন সানিয়া। ২০০৫ থেকে ২০০৯-এর মধ্যে দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠেন সানিয়া।

Advertisement
সানিয়া মির্জা সানিয়া মির্জা

এই মরশুমের শেষেই টেনিসকে বিদায় জানাতে চলেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। এই মরশুমটা পুরোটাই তিনি খেলতে চান তবে সেটা পারবেন কিনা তা নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) ডাবলসে প্রথম রাউন্ডে হারের পর এই কথা জানান সানিয়া। ২০১৩ সালে সিঙ্গলস থেকে অবসর নিয়েছিলেন এই হায়দ্রাবাদি। আর এবার বিদায় নিচ্ছেন ডাবলস থেকেও। একটা সময় ডাবলসে অন্যতম সেরা টেনিস তারকা হয়ে উঠেছিলেন সানিয়া। দেশের মহিলাদের কাছে একটা সময় তিনি আইকন ছিলেন। 
সিদ্ধান্তের কথা জানালেন বুধবার 
 সানিয়া বুধবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তাঁর এই সিদ্ধান্তে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। ২০০৪ সাল থেকে পেশাদার টেনিসে এসেছিলেন সানিয়া। জিতেছেন ছয়টি গ্র্যান্ডস্ল্যাম। প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে ছিলেন সানিয়া। ২০০৬ সিঙ্গলসে প্রথম ৩০ এর মধ্যে ঢুকে পড়ে সকলকে চমকে দিয়েছিলেন। মহিলাদের ডাবলসে সানিয়া তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন রানার্স হয়েছেন একবার। ভারতীয় মহিলা টেনিস সানিয়া ঝড় তুলেছিলেন সানিয়া। ২০০৫ থেকে ২০০৯-এর মধ্যে দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠেন সানিয়া।

আরও পড়ুন: অধিনায়কত্ব জন্মগত অধিকার নয়, বিরাট ইস্যুতে সাফ বার্তা গম্ভীরের


গড়েছেন অনেক রেকর্ড 
এখানেই শেষ নয়, ফরাসি ওপেনে দুইবার প্রথম রাউন্ডে জিতেছেন তিনি। উইম্বলডনে চারবার দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সানিয়া। তবে ফিটনেসের কারণে সিঙ্গেলস ছাড়ার পর ডাবলসে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১৫ সালে উইম্বলডন একই বছর আবার ইউএস ওপেন জিতে নেন ভারতের সানিয়া। মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লাম রয়েছে তাঁর ঝুলিতে। ২০০৯ সালে তিনি জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। ২০১২ সালে ফরাসি ওপেন ও ২০১৬ সালে সানিয়া যেতেন ইউএস ওপেন। এর মাঝে, ২০১১ সালে ডাবলসে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। 

Advertisement

Advertisement