scorecardresearch
 

Santosh Trophy 2022:মণিপুরকে ৩-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের সামনে বাংলা

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলা। যার ফলে ম‍্যাচের ২ মিনিটের মাথায় গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন সুজিত সিং। দূর থেকে করা তাঁর শট সামনে ড্রপ পড়ায় ধরতে পারেননি মণিপুরের গোলরক্ষক। এরপর ৭ মিনিটের মাথায় ফের গোলরক্ষকের ভুলের খেসারত দিতে হয় মণিপুরকে। গোল করে বাংলাকে ২-০ এগিয়ে দেন ফরদিন আলি মোল্লা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেননি মনোতষ চাকলাদাররা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০।

Advertisement
উচ্ছ্বাস বাংলার ফুটবলারদের উচ্ছ্বাস বাংলার ফুটবলারদের
হাইলাইটস
  • ৩-০ গোলে মণিপুরকে হারাল বাংলা
  • ফাইনালে বাংলা

সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে চলে গেল বাংলা (Bengal)। শুক্রবার সেমিফাইনালের লড়াইয়ে মণিপুরকে (Manipur) ৩-০ গোলে হারিয়ে দিল রঞ্জন ভট্টাচার্য্যের দল। ফাইনালে বাংলার প্রতিপক্ষ আয়োজক কেরল। এর আগে কেরলের কাছেই হারতে হয়েছে বাংলাকে। তাই ২ মে ফাইলান আসলে হবে বদলার  ম্যাচ। বাংলার হয়ে তিনটি গোল করেন সুজিত সিং, ফরদিন আলি মোল্লা এবং দিলিপ ওঁরাও। 

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলা। যার ফলে ম‍্যাচের ২ মিনিটের মাথায় গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন সুজিত সিং। দূর থেকে করা তাঁর শট সামনে ড্রপ পড়ায় ধরতে পারেননি মণিপুরের গোলরক্ষক। এরপর ৭ মিনিটের মাথায় ফের গোলরক্ষকের ভুলের খেসারত দিতে হয় মণিপুরকে। গোল করে বাংলাকে ২-০ এগিয়ে দেন ফরদিন আলি মোল্লা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেননি মনোতষ চাকলাদাররা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০। 

আরও পড়ুন: হিসাব বহির্ভূত সম্পত্তি! আড়াই বছরের জেল বরিস বেকারের

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে আসছেন স্প্যানিশ ডিফেন্ডার? জল্পনা তুঙ্গে

এরপর দ্বিতীয়ার্ধেও বাংলার দাপট বজায় থাকে। যার ফলে ম‍্যাচের ৭৪ মিনিটে বাংলার হয়ে ৩-০ করেন দিলীপ ওঁরাও। তাঁর বাঁক খাওয়া শট গোলে ঢুকে যায়। এদিকে ম‍্যাচে এদিন দুরন্ত সেভ করে ম‍্যাচের সেরা হন প্রিয়ন্ত সিং। ম‍্যাচের সেরা হয়ে প্রিয়ন্ত বলেন,"কোচ আমাদের পরিকল্পনা মাফিক খেলতে বলেছিলেন। ৪০ বছর পর কেরলে ফাইনাল খেলতে নামব আমরা। ঠিকই করে নিয়েছিলাম খালি হাতে ফিরব না।"

Advertisement