scorecardresearch
 

India vs South Africa 3rd ODI: কুলদীপের ৪ উইকেট, ৯৯ রানে অলআউট দঃ আফ্রিকা

জানেমান মিলান (১৫) ও হেনরি ক্লাসেন (৩৪) ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অসাধারণ বল করলেন ভারতীয় বোলাররা। নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দারুণ বল করলেন বাংলার বোলার শাহবাজ আহমেদও। দুই উইকেট তুলে নিকেন তিনি।

Advertisement
নায়ক কুলদীপ নায়ক কুলদীপ
হাইলাইটস
  • লজ্জার রেকর্ড দক্ষিণ আফ্রিকার
  • ৯৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকা

দিল্লিতে শেষ একদিনের ম্যাচে লজ্জার মুখে পড়তে হল দক্ষিণ আফ্রিকাকে (South Africa)। ৯৯ রানেই শেষ তাদের ইনিংস। জানেমান মিলান (১৫) ও হেনরি ক্লাসেন (৩৪) ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অসাধারণ বল করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৪ ওভার ১ বলে ১৮ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। ভারতীয় বোলাররা চাপে রাখেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দারুণ বল করলেন বাংলার বোলার শাহবাজ আহমেদও (Shahbaz Ahmed)। দুই উইকেট তুলে নিলেন তিনি।

টসে জেতে ভারত
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শুরুতেই প্রোটিয়াদের আঘাত হানেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। আউট করেন ডি কককে। এরপরে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ক্রিজে এসেছেন আর গেছেন। কেউ আউট হয়েছেন বাজে শট খেলে আবার কেউ দারুণ বলে আউট হয়েছেন। ৯৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। জিততে গেলে ভারতকে মাত্র ১০০ রান করতে হবে। 

আরও পড়ুন: সৌরভ সম্ভবত আর নন BCCI প্রেসিডেন্ট, এবার ICC-র পথে?

দারুণ বল করলেন স্পিনাররা
শুরু থেকেই স্পিনারদের নিয়ে আসেন ধাওয়ান। চার ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন ওয়াশিংটন। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদ। ৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট তুলে নেন সিরাজ। ৭ ওভারে মাত্র ৩২ রান দিয়ে দুই উইকেট নেন শাহনাজ। দারুণ বল করলেও উইকেট পাননি আভেশ খান। ৫ ওভারে মাত্র ৮ রান দেন তিনি।  
 

Advertisement

আরও পড়ুন: সচিন যখন সাজলেন হনুমান, গিলতে চাইলেন সূর্য, PHOTOS

দক্ষিণ আফ্রিকার প্লেয়িং-১১: কুইন্টন ডি কক, জানেমান মালান, রেজা হেন্ডরিক্স, আইদান মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার (অধিনায়ক), মার্কো জ্যানসন, আন্দালে ফেলকুওয়ে, বোর্ন ফরচুয়েন, লুঙ্গি এনগিডি, এনরিক নরসিয়া
ইন্ডিয়া প্লেয়িং-১১: শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমান গিল, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আভেশ খান

 

Advertisement