scorecardresearch
 

Sunil Chhetri Retirement: অবসরের পর কোচিং করাবেন? 'আমি স্বার্থপর' বললেন সুনীল

অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, এখনই ফুটবল থেকে সরে আসছেন না তিনি। ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলবেন ৩৯ বছর বয়সী তারকা। তবে ফুটবলকে বিদায় জানানোর পর কী করবেন? কোচ হিসেবে কাজ করবেন? কুয়েতের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামার আগে সে ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। 

Advertisement
সুনীল ছেত্রী আজ কুয়েতের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী আজ কুয়েতের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন

অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, এখনই ফুটবল থেকে সরে আসছেন না তিনি। ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলবেন ৩৯ বছর বয়সী তারকা। তবে ফুটবলকে বিদায় জানানোর পর কী করবেন? কোচ হিসেবে কাজ করবেন? কুয়েতের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামার আগে সে ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। 

কোচিং করাবেন সুনীল?
শেষ ম্যাচে নামার আগে কোচ হওয়ার সমস্ত সম্ভাবনাই উড়িয়ে দিয়েছেন সুনীল। সাংবাদিক সম্মেলনে পাশে বসে থাকা কোচ ইগর স্টিম্যাচকে দেখিয়ে তিনি বলেন, 'আমি ৫ বছর আগে এই মানুষটাকে দেখেছিলাম কী দারুণ দেখতে হ্যান্ডসম। আর এখন দেখুন, পাঁচ বছরে যেন ১৫ বছর বয়স বেড়ে গিয়েছে তাঁর। আমি খুব স্বার্থপর। তাই এখনই কোচ হওয়ার কোনও সম্ভাবনা নেই।' এ কথা যখন সুনীল বলছেন ঠিক সেই সময়েই মুখ খোলেন স্টিম্যাচ। তিনি বলেন, 'আমি ওকে প্রেসিডেন্ট দেখতে চাই।' প্রেসিডেন্ট বলতে তিনি কি এআইএফএফ প্রেসিডেন্ট বলতে চাইলেন? নাকি রাজনীতিতে আসার উপদেশ দিচ্ছেন তা যদিও বোঝা যায়নি।

কোথায় কীভাবে দেখবেন এই ম্যাচ?
কুয়েতের বিরুদ্ধে কঠিন ম্যাচে খেলতে নামছে ভারত। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। সুনীল ছেত্রীর শেষ ম্যাচ দেখতে পাবেন ফ্রিতেই। টিভিতে স্পোর্টস ১৮ চ্যানী দেখা যাবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাশাপাশি ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমাতে। এই ম্যাচে জিততেই হবে ভারতকে।

আরও পড়ুন

দুই দলে কারা থাকতে পারেন?
ভারতের সম্ভাব্য একাদশ- গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার); নিখিল পূজারি, শুভাশীষ বসু, আনোয়ার আলি, জয় গুপ্তা, জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, নওরেম মহেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্দেস, লালিয়ানজুয়ালা ছাংতে, সুনীল ছেত্রী (ক্যাপ্টেন)

Advertisement

কুয়েতের সম্ভাব্য একাদশ- সুলায়মান আব্দুল গফুর (গোলকিপার), রাশেদ আল-দোসারি, খালিদ এল ইব্রাহিম, হাসান আল-এনেজি, সালমান বোরমেয়া, ঈদ আল রাশেদী, হামাদ আল-হারবি, ফয়সাল জায়েদ, আজবি শেহাব, মহম্মদ দাহাম, ইউসুফ নাসের                        

Advertisement