টি-২০ ওয়ার্ল্ড কাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ইতিমধ্যেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। তবে হার্দিক পান্ডিয়ার বোলিং না করা চিন্তায় রেখেছে ভারতকে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল করতে দেখা গেল বিরাট কোহলিকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দলের অধিনায়কত্ব করছিলেন রোহিত শর্মা। সেই সময় রোহিত বলেন, হার্দিক এখনও বল করা শুরু করেননি। তবে দ্রুত সুস্থ হচ্ছেন। আশা করা হচ্ছে, দ্রুত বল করতে পারেবন তিনি। তবে এখনও তিনি বল করা শুরু করেননি।
এই বিষয়ে রোহিত শর্মা বলেন, ভারতের খুব ভাল বোলিং অ্যাটাক রয়েছে। তবে ৬ নম্বর বোলারের অপশান থাকাও দরকার। সেক্ষেত্রে, দলের ব্যাটিং অর্ডারে যে বোলিং অপশান আছে সেটি অস্ট্রেলিয়া ম্যাচে পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ম্যাচে কোহলি ২ ওভার বল করেন। ২ ওভারে ১২ রান দেন কোহলি।
প্রসঙ্গত আইপিএল-এও বল করেননি হার্দিক পান্ডিয়া। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যদি হার্দিক পান্ডিয়া বলিং না করেন তাহলে তাঁর প্রথম ১১-এ জায়গা হবে কি ন। এখন দেখার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কে দলে জায়গা পান।