টি-২০ বিশ্বকাপের (T 20 World Cup 2021) প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল ভারত (India Vs England)। এদিন কার্যত সহজেই ব্রিটিশদের হারায় টিম ইন্ডিয়া। ছক্কা হাঁকিয়ে টিমকে জেতালেন ঋষভ পন্থ। এই জয়ের জেরে বিশ্বকাপের মূলপর্বের আগে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস আরও অনেকটাই বেড়ে গেলে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ব্রিটিশ বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ক্রিজে জমে যান ভারতীয় ওপেনাররা। যার জেরে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রা পেড়িয়ে যায় ভারত। এদিন ১৯২ রান করে টিম ইন্ডিয়া।
ভারতের ব্যাটিং লাইন-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুই ওপেনার। ভারতের হয়ে ওপেন করতে নেমে ইশান কিষাণ করেন ৭০ ও কেএল রাহুল করেন ৫১ রান। এদিন নবম ওভারে ৮২ রানে প্রথম আউট হন কেএল রাহুল। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যক্তিগত ১১ রানে ফিরে প্যাভেলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক ফিরতে মাঠে নামেন ঋষভ পন্থ। যদিও এরপর ব্যক্তিগত ৭০ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় ইশান কিষাণকে। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। এরপর ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।