scorecardresearch
 

Team India: ডেবিউ ম্যাচেই দুরন্ত ছন্দে, ছক্কা মেরে হাফসেঞ্চুরি পাড়িক্কলের

দেশের জার্সিতে অভিষেক টেস্টেই দুরন্ত হাফ সেঞ্চুরি দেবদত্ত পাড়িক্কালের। ৮৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। মেরেছেন ৮ টি চার ও একটা ছয়। সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন কর্ণাটকের এই তরুণ। 

Advertisement
দেবদত্ত পাড়িক্কল দেবদত্ত পাড়িক্কল

দেশের জার্সিতে অভিষেক টেস্টেই দুরন্ত হাফ সেঞ্চুরি দেবদত্ত পাড়িক্কালের। ৮৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। মেরেছেন ৮ টি চার ও একটা ছয়। সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন কর্ণাটকের এই তরুণ। 

চলতি সিরিজের শেষ টেস্টে সুযোগ পেয়েছেন দেবদত্ত পাড়িক্কাল। যে টেস্ট একেবারেই নিয়মরক্ষর হয়ে দাঁড়িয়েছে। লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে গেলে তাঁর জায়গায় দলে ডাক পান দেবদত্ত পাড়িক্কাল। কিন্তু সুযোগটা পাচ্ছিলেন না তিনি। তাঁর জায়গায় দলে সুযোগ পান সরফরাজ খান। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন বছর ২৩ এর তরুণ। চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুর দিকে কিছুটা সমস্যায় পড়েছিলেন তিনি। পেশার, স্পিনার উভয়কে খেলতেই সমস্যা হচ্ছিল তাঁর। বিশেষ করে ফ্রন্টফুটের বলগুলোয়। দেশের জার্সিতে প্রথম ম্যাচ বলে কথা, একটা চাপা টেনশন তো ছিলই। কিন্তু যত বল খেলতে থাকেন ততই আত্মবিশ্বাস ফিরে পান তিনি।  

চা বিরতির আগে তিনি দাঁড়িয়ে ছিলেন হাফ সেঞ্চুরির থেকে মাত্র ৬ রান দূরে। কিন্তু বিরতি থেকে ফিরে এসেই নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন তিনি। ৮২ তম ওভারে জেমস অ্যান্ডারসনকে একটা দেখার মতো বাউন্ডারি মারেন তিনি। দেশের প্রথম টেস্টে অর্ধশতরান করতে ৮৩ টি বল খেলেন তিনি। যার মধ্যে রয়েছে ৮ টি চার ও একটা ছয়। সতীর্থ রবীন্দ্র জাদেজা তাঁকে এসে অভিনন্দন জানান।

আরও পড়ুন

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত তিনি ঘরোয়া ক্রিকেট ও ইন্ডিয়া এ দলের হয়ে ৪ টে সেঞ্চুরি পেয়েছেন। শেষ পর্যন্ত ১০৩ বলে ৬৫ রান করেন তিনি। শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এই শোয়েব বশিরকেই ছয় মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। উল্লেখ্য, এই ম্যাচে ফের রেকর্ড গড়লেন রোহিত। এদিনও সেঞ্চুরি করেন রোহিত। তাঁর এই ইনিংসের সৌজন্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন তিনি। বর্তমানে রোহিত শর্মার ছয়ের সংখ্যা দাঁডাল ৫১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ছয় মারার নিরিখে তাঁর সামনে এখন রয়েছেন বেন স্টোকস। আইসিসির এই ইভেন্টে ৭৮টি ছয় মারার রেকর্ড রয়েছে ইংরেজ অধিনায়কের দখলে।

Advertisement

Advertisement