scorecardresearch
 

Team India Next Captain: বয়স বাড়ছে রোহিত-রাহানেদের, ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2023) ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল (Team India)। তার আগে একমাস বিশ্রামে রয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে শ্রীলঙ্কা উড়ে যাবে ভারতীয় দল। এরপর বিশ্বকাপও রয়েছে। তবে প্রশ্ন হল, রোহিতের পর ভারতীয় দলের ক্যাপ্টেন কে হবেন?

Advertisement
বিরাট কোহলি, শুভমন গিল ও চেতেশ্বর পূজারা বিরাট কোহলি, শুভমন গিল ও চেতেশ্বর পূজারা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2023) ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল (Team India)। তার আগে একমাস বিশ্রামে রয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে শ্রীলঙ্কা উড়ে যাবে ভারতীয় দল। এরপর বিশ্বকাপও রয়েছে। তবে প্রশ্ন হল, রোহিতের পর ভারতীয় দলের ক্যাপ্টেন কে হবেন?

বিসিসিআইকে টিম ইন্ডিয়ার জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে। বিশেষ করে টেস্ট দলের জন্য অধিনায়ক অবশ্যই খুঁজে বের করতে হবে। এর কারণ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের মতো তারকা খেলোয়াড়দের বয়স। তরুণ অধিনায়ক উঠে না এলে সমস্যায় পড়তে হবে ভারতীয় ক্রিকেটকে। রোহিত শর্মার পর কেএল রাহুল এবং উইকেট-রক্ষক ব্যাটার ঋষভ পন্ত টেস্ট দলের অধিনায়কত্বের দাবিদারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন। কিন্তু রাহুলের লাগাতার চোটের কারণে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও হয়েছে। অন্যদিকে গত বছর ডিসেম্বরের শেষে গাড়ি দুর্ঘটনায় ব্যাপক আহত হন ঋষভ পন্ত। রাহুল ও পন্তের পর শ্রেয়াস আইয়ার, শুভমান গিল এবং ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাও টেস্ট অধিনায়কত্বের বড় দাবিদার। তবে এখানেও আইয়ার ও বুমরার চোটের সমস্যা রয়েছে। টানা চোটের জন্য দল থেকে ছিটকে যাচ্ছেন দু’জনই। আইয়ার এবং বুমরার অস্ত্রোপচার হয়েছে, তারা এখনও পর্যন্ত দলে ফিরতে পারেনি। 

 
টেস্ট দলে থাকা তারকা খেলোয়াড়দের বর্তমান বয়স

আরও পড়ুন

রোহিত শর্মা - ৩৬ বছর
বিরাট কোহলি - ৩৪ বছর
চেতেশ্বর পূজারা - ৩৫ বছর
অজিঙ্কা রাহানে - ৩৫ বছর
রবিচন্দ্রন অশ্বিন - ৩৬ বছর 
 

গিল হতে পারেন অধিনায়কত্বের শক্ত প্রতিদ্বন্দ্বী

এই অবস্থায় শুভমান গিল ভালো বিকল্প হতে পারেন। দারুণ ব্যাট করে অনেক ম্যাচে দলকে জিতেছেন ভারতীয় দলের ওপেনার। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিও করেছেন গিল। এমনকি সদ্য শেষ হওয়া আইপিএলেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন গিল। এমন পরিস্থিতিতে গিলও দলের ক্যাপ্টেন হতে পারেন। তবে ওয়ানডে ও টি২০-র জন্য বিসিসিআই-এর প্রথম পছন্দ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
 

Advertisement

টেস্ট দলের অধিনায়কত্বের দাবিদার যারা
কেএল রাহুল - ৩১ বছর
ঋষভ পন্ত - ২৫ বছর
শুভমান গিল - ২৩ বছর
জসপ্রীত বুমরা - ২৯ বছর
শ্রেয়াস আইয়ার - ২৮ বছর 

কেএল রাহুল - ১১ ম্যাচ - ৭ জয় - ৪ হার
ঋষভ পন্ত - ৫ টি-টোয়েন্টি ম্যাচ - ২ জয় - ২ হার – ১টি ম্যাচ নিস্পত্তি হয়নি
জসপ্রীত বুমরা - ১ টেস্ট ম্যাচ - ০ জয় – ১ হার

Advertisement