scorecardresearch
 

India vs West Indies Series: এক বছরে ৭ ক্যাপ্টেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্বরেকর্ডের সামনে ধাওয়ান

এ বছর শেষ হতে এখনো ৫ মাস বাকি। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যদি অষ্টম অধিনায়ক পায়, তবে শ্রীলঙ্কা দলের বিশ্ব রেকর্ড ভেঙে যাবে। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ৭ জন অধিনায়ক ব্যবহার করার রেকর্ডটি শ্রীলঙ্কার দখলে, যেটি হয়েছিল ২০১৭ সালে। এর আগে জিম্বাবোয়ে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে ৬ জন অধিনায়ককে ব্যবহার করেছে।

Advertisement
শিখর ধাওয়ান শিখর ধাওয়ান
হাইলাইটস
  • বিশ্ব রেকর্ড গড়তে পারে ভারতীয় দল
  • ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যাপ্টেন ধাওয়ান

ইংল্যান্ড সফর শেষ করে ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তিনটি একদিনের ম্যাচ খেলার পর পাঁচটি টি২০ ম্যাচ খেলবে তারা। শুক্রবার প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একদিনের সিরিজে ফের ক্যাপ্টেন বদল করছে টিম ইন্ডিয়া। শুক্রবার প্রথম ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যাবে শিখর ধাওয়ানকে। এক বছরে তিনিই হবেন তিন ইন্ডিয়ার সপ্তম অধিনায়ক।

এক বছরে সাত অধিনায়ক বদল করে ইতিহাস গড়ে ফেলল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার পর ভারতই দ্বিতীয় দল যারা এক বছরে সাতবার ক্যাপ্টেন বদল করে ফেলল। 

আরও পড়ুন: ফর্ম খারাপ, তবু ইনস্টাগ্রামে এশিয়ায় সর্বাধিক রোজগার বিরাটেরই

বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার
এ বছর শেষ হতে এখনো ৫ মাস বাকি। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যদি অষ্টম অধিনায়ক পায়, তবে শ্রীলঙ্কা দলের বিশ্ব রেকর্ড ভেঙে যাবে। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ৭ জন অধিনায়ক ব্যবহার করার রেকর্ডটি শ্রীলঙ্কার দখলে, যেটি হয়েছিল ২০১৭ সালে। এর আগে জিম্বাবোয়ে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে ৬ জন অধিনায়ককে ব্যবহার করেছে।

আরও পড়ুন: পাকিস্তান জেতায় সুবিধা, কোন অঙ্কে WTC ফাইনালে যেতে পারে ভারত?

এক বছরে সবচেয়ে বেশি অধিনায়ক ব্যবহার করা দল

২০২২ ভারত - ৭*
২০১৭ শ্রীলঙ্কা - ৭
২০০১ জিম্বাবোয়ে - ৬
২০১১ ইংল্যান্ড - ৬
২০২১ অস্ট্রেলিয়া - ৬


এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে, চোটপ্রাপ্ত বিরাট কোহলির অনুপস্থিতিতে কেএল রাহুলকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। তবে তৃতীয় টেস্টে কোহলি অধিনায়ক ছিলেন এবং সিরিজ হেরে অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি।

Advertisement

 

দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মার অনুপস্থিতিতে, কেএল রাহুল ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব নেন। ইনজুরি থেকে সুস্থ হয়ে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব নেন রোহিত শর্মা। আইপিএলের পরে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা এবং কেএল রাহুলের অনুপস্থিতিতে ঋষভ পন্তকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: CFL ও ডুরান্ডে ইস্টবেঙ্গলের দায়িত্বে কেরলকে সন্তোষ দেওয়া কোচ?

এরপরই আয়ারল্যান্ড সফরে যেতে হয় টিম ইন্ডিয়াকে। এখানে রোহিত শর্মা, কেএল রাহুল এবং ঋষভ পন্তের অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছিল। এ বছর দলের পঞ্চম অধিনায়ক ছিলেন হার্দিক।
তারপর, ইংল্যান্ড সফরে এজবাস্টন টেস্টের ঠিক আগে, রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়ে যান। তারপর টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয় জসপ্রীত বুমরাকে। তিনি টেস্টে সহ-অধিনায়ক ছিলেন, তাই রোহিতের অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পেয়েছেন।

এখন শিখর ধাওয়ানকে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে। এ বছর ধাওয়ান হবেন ভারতের সপ্তম অধিনায়ক। তবে এর আগেও অধিনায়কত্ব করেছেন ধাওয়ান। গত বছর শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব করেছিলেন ধাওয়ান।    

Advertisement