scorecardresearch
 

IPL 2022: রোহিতদের দল গঠনেই খামতি রয়েছে মত বিরাটের কোচের

মুম্বই ইন্ডিয়ান্সে এখন ড্যানিয়েল সামস, জয়দেব উনাদকাট এবং টাইমার মিলসের মতো বোলার রয়েছে। রাজকুমার শর্মা বলেছেন, ''মুম্বই বাঁহাতি সিমারে উনাদকাটকে সুযোগ দেবে, কারণ তারও অভিজ্ঞতা রয়েছে।''

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা

ট্রেন্ট বোল্টকে (Trent Bolt) দলে না রেখে বড় ভুল করেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এমনটাই মনে করেন বিরাট কোহলির (Virat Kohli) ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। সব দলই এই সময়ে অনুশীলন করছে। এদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দল নিয়ে মন্তব্য বিরাটের কোচ। বিরাট কোহলির শৈশব কোচ রাজকুমার শর্মা বিশ্বাস করেন যে মুম্বাই ইন্ডিয়ান্স এই মরসুমে ট্রেন্ট বোল্টকে মিস করবে। তিনি বলেন, ''জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah) আর বোল্ট দুই জনেই মুম্বই ইন্ডিয়ান্সকে অনেক ম্যাচ জিতিয়েছে। মুম্বই এবার বোল্টকে ধরে রাখেনি, বিডও করেনি। আর সেই কারণেই সমস্যায় পড়তে হতে পারে তাদের।'' 

ট্রেন্ট বোল্টকে এখন রাজস্থান রয়্যালসের (Rajastan Royals) হয়ে খেলতে দেখা যাবে, তাকে আট কোটি টাকায় কেনা হয়েছে। ট্রেন্ট বোল্ট ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত খেলা দেখিয়েছিলেন, এই মরসুমে শুধুমাত্র মুম্বই জিতেছিল। এরপর বোল্ট নেন ২৫ উইকেট।  

মুম্বই ইন্ডিয়ান্সে এখন ড্যানিয়েল সামস, জয়দেব উনাদকাট এবং টাইমার মিলসের মতো বোলার রয়েছে। রাজকুমার শর্মা বলেছেন, ''মুম্বই বাঁহাতি সিমারে উনাদকাটকে সুযোগ দেবে, কারণ তারও অভিজ্ঞতা রয়েছে।''

আরও পড়ুন: ভিনি রমনের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করলেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন: ধোনির সঙ্গে কী সম্পর্ক খারাপ? উত্তর দিলেন গম্ভীর

রাজকুমার শর্মা বিশ্বাস করেন যে মুম্বই ইন্ডিয়ান্সে খুব ভাল অলরাউন্ডার নেই। এমন পরিস্থিতিতে কাইরন পোলার্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ২৭ মার্চ আইপিএল অভিযান শুরু করছে মুম্বই। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা। সিসিআই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা।    

Advertisement

Advertisement