কলকাতা ডার্বির দুইদিন আগে বড় ম্যাচ নিয়ে জটিলতা। কলকাতা লিগের (Kolkata League) ডার্বির (Kolkata derby) ম্যানেজার্স মিটিং-এ এলেন না মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) কোনও প্রতিনিধি। ডার্বির দুইদিন আগে আইএফএ (IFA) অফিসে এই মিটিং হওয়ার কথা থাকলেও এলেন না কেউই। তা হলে কি আগের বারের মতোই এবারেও ডার্বি থেকে নাম প্রত্যাহার করে নিল সবুজ-মেরুন? তা এখনও স্পষ্ট নয়। এখনও অবধি যা খবর তাতে সন্ধ্যে ৬টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও ৫০ মিনিট মোহনবাগানের জন্য অপেক্ষা করেন ম্যাচ কমিশনার অরিন্দম ভট্টাচার্য ও রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সুব্রত দাস। মোহনবাগান না থাকলেও উপস্থিত ছিলেন ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) প্রতিনিধি অরিত্র দত্ত। মোহনবাগান ম্যানেজার্স মিটিং-এ না এলেও ডার্বি হবে বলেই আশাবাদী বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা।
Kolkata Derby