scorecardresearch
 
Advertisement

VIDEO: স্বপ্ন সোনা! কুড়ি ঘন্টায় ছুটে হাওড়া থেকে দিঘা পাড়ি তরুণের

VIDEO: স্বপ্ন সোনা! কুড়ি ঘন্টায় ছুটে হাওড়া থেকে দিঘা পাড়ি তরুণের

স্বপ্ন অলিম্পিকে সোনার পদক জেতা। সে কারণেই দৌড় শুরু হাওড়ার তরুনের। গত মাসেই দুচোখে সোনার স্বপ্ন নিয়ে কুড়ি ঘন্টার কিছু বেশি সময়ে হাওড়া থেকে ছুটে ১৫৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীঘা গিয়েছিলো দ্বাদশ শ্রেনীর ছাত্র, সলপের ডাঁসিপাড়ার বাসিন্দা বছর ১৯ শের রাজ কুমার গৌড়। এবারে বিশ্ব রেকর্ড করতে সে পাড়ি দিচ্ছে ২৯১ কিলোমিটার পথ। হাওড়া থেকে ঘুর পথে, বর্ধমান-দূর্গাপুর-রানিগঞ্জ হয়ে তারাপীঠ। দেশের জন্যে সোনার মেডেল আনার স্বপ্নের দিকে সে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে বলে তার আশা যুবকের। রাজপথ ধরে তার এই ছুটে চলা মায়ের মনে জাগায় আশার আলো। একদিন না একদিন তাঁর ছেলে দেশের মুখ উজ্বল করবেই।

Advertisement