scorecardresearch
 
Advertisement

VIDEO: হকিতে, কুস্তিতে ইতিহাস, ক্যাডেটে হতাশা, অলিম্পিকে একই দিনে দুই চিত্র ভারতের জন্য

VIDEO: হকিতে, কুস্তিতে ইতিহাস, ক্যাডেটে হতাশা, অলিম্পিকে একই দিনে দুই চিত্র ভারতের জন্য

এ দিন সকালেই জার্মানিকে 5-4 গোলে হারিয়ে একচল্লিশ বছরের পদক খরা কাটাল ভারতীয় হকি দল। ফলে দেশজুড়ে উচ্ছ্বাসের আবহ। একসময় লাগাতার সোনা জয় অভ্যাস করে ফেলেছিল ভারত। সেই জায়গা থেকে ট্রাকের বাইরে বেরিয়ে যাওয়াটা ছিল অত্যন্ত যন্ত্রণার। অবশেষে 41 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অলিম্পিকে সোনা পেল ভারত। এই প্রজন্মে প্রথম। ফলে উচ্ছ্বাস খানিকটা বেশি। শুক্রবার সকালে ভারতীয় পুরুষ দল এর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় মহিলা হকি দলও। তারাও যদি ব্রোঞ্জ জিততে পারে তাহলে তৈরি হবে আরও এক স্বর্ণালী ইতিহাস। অন্যদিকে কুস্তিতে এদিন সোনার জয়ের লক্ষ্যে নেমেও দুর্দান্ত লড়াই করে এই সন্তুষ্ট থাকতে হল রবি কুমারকে। অন্যদিকে ক্যাডেট বিভাগে কুস্তিতে দীপক পুনিয়া এগিয়ে থেকেও শেষ দশ সেকেন্ডের নার্ভের লড়াইয়ে হেরে গিয়ে পদক হাতছাড়া করলেও তার মধ্যে লড়াই এর সমস্ত রসদ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। টোকিও থেকে গ্রাউন্ড জিরো রিপোর্ট দিচ্ছেন আমাদের প্রতিনিধি বোরিয়া মজুমদার।

Advertisement