scorecardresearch
 

৫ মিনিটের ব্যবধানে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের টিকা নিলেন মহিলা, তারপর?

মাত্র ৫ মিনিটের ব্যবধানে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের টিকা নিলেন বিহারের সুনীলা দেবী। তবে এর জেরে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তিনিই ভালোই আছেন বলে জানিয়েছে বিহার স্বাস্থ্য দফতর।

Advertisement
সুনীলা দেবী সুনীলা দেবী
হাইলাইটস
  • মাত্র ৫ মিনিটের ব্যবধানে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের টিকা নিলেন বিহারের সুনীলা দেবী
  • তবে সুস্থ রয়েছেন ওই মহিলা

মাত্র ৫ মিনিটের ব্যবধানে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের টিকা নিলেন বিহারের সুনীলা দেবী। তবে এর জেরে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তিনিই ভালোই আছেন বলে জানিয়েছে বিহার স্বাস্থ্য দফতর। 

সুনীলা দেবী জানিয়েছেন, তাঁর বাড়ি বিহারের পুনপান ব্লকে। গত ১৬ তারিখ তিনি কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের টিকা নেন। সেদিন স্থানীয় এক ক্যাম্পে টিকা নিতে যান। সেখানে তাঁকে প্রথমে কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়। তারপর তিনি ওয়েটিং রুমে বসেছিলেন। তখন একজন নার্স এসে তাঁর হাতে কোভ্যাক্সিনের ডোজ দিয়ে দেন। 

আরও পড়ুন : কালিয়াচকে পরিবারের ৪ জনকে মেরে পুঁতে দেওয়ার অভিযোগ

মহিলার কথায়, 'আমি নার্সকে বললাম, এইমাত্র টিকা নিয়েছি। কিন্তু, উনি কোনও কথা না শুনেই আমার হাতে কোভ্যাক্সিনের ডোজ দিলেন।' 

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর প্রশ্নের মুখে পড়ে  কর্তৃপক্ষ। কীভাবে একজন মহিলাকে মাত্র ৫ মিনিটের ব্যবধানে ডোজ দেওয়া হল তা নিয়ে দুই নার্সকে শোকজ করে স্বাস্থ্য দফতর। 

সুনীলাদেবীকে পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, করোনার দুটি ডোজ নেওয়ার পরও সুনীলা দেবীর অবস্থার অবনতি হয়নি। তিনি সুস্থই আছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।  

Advertisement