scorecardresearch
 

Panchayat Election: 'কিছু জেলায় বিচ্ছিন্ন ঘটনা, সামগ্রিক ভাবে শান্তিপূর্ণ,' পঞ্চায়েত ভোট নিয়ে বলছেন রাজীব

ভোটের মতো গণনার দিনেও কিছু স্থানে হিংসা-অশান্তির খবর মিলেছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানালেন, 'প্রত্যেক গণনা কেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এছাড়াও প্রায় ৩৬,৭৫০ রাজ্য পুলিশ রয়েছেন। অর্থাত্ এক এক গণনা কেন্দ্রে ১০০-রও বেশি পুলিশকর্মী রয়েছেন। এছাড়া এলাকাতে টহলদারিরও ব্যবস্থা করা হয়েছে।' 

Advertisement
rjiv rjiv
হাইলাইটস
  • এদিন রাজীব সিনহা বলেন, 'সমস্ত প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পোলিং ডের রিপোর্ট, প্রিসাইডিং অফিসারের ডায়ের, ভোটিং প্যাটার্ন, সিসিটিভি খতিয়ে দেখা হয়েছে।'
  • এদিন কিছু নির্বাচন কেন্দ্রে অশান্তির খবর মিলেছে। 'কিছু কিছু জায়গা থেকে খবর এসেছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, গণনা শান্তিপূর্ণভাবেই চলছে।'
  • সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, 'যে যে গণনা কেন্দ্র থেকে অশান্তির অভিযোগ আসছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু-কিছু জেলা থেকে বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ আসছে। কিন্তু বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ।'

Rajiv Sinha: কিছু স্থানে সমস্যার খবর মিলেছে। তবে সেটিই গোটা রাজ্যের ছবি নয়। পঞ্চায়েত ভোটের গণনার দিন এমনটাই বললেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোট গণনা যাতে শান্তিপূর্ণ হয়, তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। 

মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। দুপুর পর্যন্ত বেশিরভাগ স্থানেই এগিয়ে তৃণমূল। তবে ভোটের মতো গণনার দিনেও কিছু স্থানে হিংসা-অশান্তির খবর মিলেছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানালেন, 'প্রত্যেক গণনা কেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এছাড়াও প্রায় ৩৬,৭৫০ রাজ্য পুলিশ রয়েছেন। অর্থাত্ এক এক গণনা কেন্দ্রে ১০০-রও বেশি পুলিশকর্মী রয়েছেন। এছাড়া এলাকাতে টহলদারিরও ব্যবস্থা করা হয়েছে।' 

কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং BSF একে অপরকে দুষছে। এদিন এই নিয়ে রাজীব বলেন, BSF-এর ডিপ্লয়মেন্ট প্ল্যানে আমাদের কাছে কোনও স্পর্শকাতর বুথের নাম জানতে চাওয়া হয়নি। তখনই ওদের জানিয়ে দেওয়া হয়েছিল, এটা জেলাশাসকদের থেকে নিতে হবে। সেটা না পেলে স্পর্শকাতর বুথে বাহিনী নিয়োগ হল কী করে?

এদিন রাজীব সিনহা বলেন, 'সমস্ত প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পোলিং ডের রিপোর্ট, প্রিসাইডিং অফিসারের ডায়ের, ভোটিং প্যাটার্ন, সিসিটিভি খতিয়ে দেখা হয়েছে। তার ভিত্তিতে ৬৯৬ বুথে আমরা পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছিলাম।'

আরও পড়ুন

রাজ্য নির্বাচন কমিশনার জানালেন, মঙ্গলবার ৩৩৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। একটি দুইটি কেন্দ্রে ১৫-২০ মিনিট বিলম্ব হয়েছে।

এদিন কিছু নির্বাচন কেন্দ্রে অশান্তির খবর মিলেছে। 'কিছু কিছু জায়গা থেকে খবর এসেছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, গণনা শান্তিপূর্ণভাবেই চলছে। কিছু স্থানে বাইরের লোক ঢুকে পড়ার মতো অভিযোগ এসেছে। সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে,' আশ্বাস দিলেন তিনি।

Advertisement

এরপর সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, 'যে যে গণনা কেন্দ্র থেকে অশান্তির অভিযোগ আসছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু-কিছু জেলা থেকে বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ আসছে। কিন্তু বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ। সংবাদমাধ্যমকে অনুরোধ করব, কয়েকটি ঘটনাকে সামগ্রিক রাজ্যের চিত্র বলে তুলে ধরবেন না।'

ভোটের দিনের কোনও নির্দিষ্ট ঘটনা নিয়ে মন্তব্য করতে চাননি নির্বাচন কমিশনার। তিনি বলেন, ভোটের দিন দশজনের মৃত্যু হয়েছে। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত মৃত্যুর তথ্য পুলিশের কাছে থাকলেও তাঁর কাছে নেই বলে দাবি করেন নির্বাচন কমিশনার।

ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে? এর জবাবে তিনি জানালেন, আরও দশদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
 

Advertisement