scorecardresearch
 
Advertisement
টেক

১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান? রইল ৫টি অপশান

প্রতীকী ছবি
  • 1/6

১০ হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন (Smart Phone) কিনতে চান? কিন্তু তাতে থাকতে হবে ভাল মানের ক্যামেরা (Camera), ব্যাটারি (Battery) ও প্রসেসার (Processor)? তাহলে অবশ্যই পুরোটা পড়ুন। কারণ এখানে আপনি পেয়ে যাবেন ১০ হাজারের মধ্যে নজরকাড়া কিছু ফোনের অপশন। 
 

Readmi 9 Prime
  • 2/6

Readmi 9 Prime

এই ফোনটি শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। ফটো তোলার জন্য এখানে আপনি পেয়ে যাচ্ছেন, 13MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেফ্থ সেন্সর। এছাড়াও সেলফি তোলার জন্য পাচ্ছেন 8MP ক্যামেরা। একইসঙ্গে এই ফোনে রয়েছে MediaTek Helio G80 প্রসেসার। 
 

Poco M2
  • 3/6

Poco M2

ফোনটি শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। এখানে রয়েছে 13MP+8MP+5MP+2MP ক্যামেরা সেট-আপ। আর সামনে পাচ্ছেন 8MP ক্যামেরা। এই ফোনেও রয়েছে MediaTek Helio G80 প্রসেসার। 

Advertisement
Realme C15 Qualcomm Edition 
  • 4/6

Realme C15 Qualcomm Edition 

এই ফোনটিও শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকায়। এখানে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2MP মোনোক্রম সেন্সর এবং  2MP রেস্ট্রো লেন্স। পাশাপাশি সেল্ফির জন্যেও রয়েছে 8MP ক্যামেরা। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসার। 

Realme narzo 20A
  • 5/6

Realme narzo 20A

এই ফোনটির শুরু হচ্ছে আর কিছুটা কম দামে। এটি আপনি পাচ্ছেন ৮,৪৯৯ টাকায়। এখানে রয়েছে 12MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেফ্থ সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। এখানে আপনি করতে পারবেন 4K ভিডিও রেকর্ডিং। রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসার। 
 

Samsung Galaxy M02s
  • 6/6

Samsung Galaxy M02s

ফোনটি শুরু হচ্ছে ৮,৯৯৯ টাকায়। রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা, 2MP ম্যাক্রো সেন্সর এবং 2MP ডেফ্থ সেন্সর। এছাড়াও সেলফির জন্য রয়েছে 5MP ক্যামেরা। পাচ্ছেন স্ন্যাপড্রাগন 450 প্রসেসার।  

Advertisement