২৬ জানুয়ারি ভারতে লঞ্চ করেছিল FAUG গেমটি। মুক্তির পরে প্লে স্টোরে গেমটির রেটিং বেড়ে হয়ে যায় ৪.৭। কিন্তু এক সপ্তাহের মধ্যে ধাক্কা খেল ফৌজি। গেমটির বর্তমান রেটিং এখন ৩.২।
আসলে গেমটি যেমন আশা নিয়ে এসেছিল গেমাররা তেমন কিছুই খুঁজে পাননি। ফলে গেমটিতে খুব নেগেটিভ রেটিং ও রিভিউ পড়েছে।
অনেক গেমারই অভিযোগ করেছেন, গেমটি আদৌ তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। মুক্তি আগে প্রচার করা হচ্ছিল পাবজিকে টক্কর দিতে এই গেমটি আসবে। কিন্তু মুক্তি পাওয়ার পরে তেমন কিছুই দেখা যায়নি।
নবগিত আগরওয়াল বলে একজন ব্যবহারকারী লিখেছেন, এটা কোনও মতেই পাবজির জায়গা নিতে পারবে না। এর মধ্যে অনেক ত্রুটি রয়েছে। এটিতে বন্দুক নেই। একমাত্র হাত থেকে লড়াই করা যায়। দেখে মনে হচ্ছে গেমটি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। ফলে এতো তাড়াতাড়ি চালু করা উচিতই হয়নি।
অনেকে লিখিছেন গেমটির কন্ট্রোলে বেশ কিছু সমস্যা রয়েছে। ফলে কমব্যাটের সময়ে মুভমেন্টে সমস্যা হচ্ছে।