scorecardresearch
 
Advertisement
টেক

Elon Musk : Twitter-এর DM-ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন উচিত Signal-এর মতো, বলছেন মাস্ক

ট্যুইটার
  • 1/8

ট্যুইটারে এবার সরাসরি পাঠানো যাবে মেসেজও? ট্যুইটার কিনে নেওয়ার পরে এলন মাস্কের পরিকল্পনা তেমনই। end-to-end encryption ধাঁচে সম্ভবত ট্যুইটারে সরাসরি মেসেজ পাঠানো যাবে। এই মেসেজ যে পাঠাবেন এবং যিনি দেখবেন তাঁদের মধ্যেই ব্যক্তিগত থাকবে। 

Signal
  • 2/8

তৃতীয় পক্ষ থেকে কেউ এই মেসেজ দেখতে পারবেন না। জানা গিয়েছে, মাস্ক Signal অ্যাপের মতো ট্যুইটারে অনেক পরিবর্তন আনতে চাইছেন। এর প্রথম পদক্ষেপই হল  end-to-end encryption পদ্ধতিতে ট্যুইটারে মেসেজ পাঠানো। 

ব্যবহারের
  • 3/8

এর আগেও মাস্ক সকলকে হোয়াটসঅ্যাপের বদলে Signal অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আর এতেই মার্ক জুকেরবার্গের সঙ্গে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত।

Advertisement
করেননি
  • 4/8

যদিও ট্যুইটার কেনার পর থেকেই এখনও পর্যন্ত কোনও কিছু নিয়ে ট্যুইট করেননি মাস্ক। কিন্তু ট্যুইটারে যে তিনি অনেক বদল আনবেন এমনটা অনুমান অনেকের।

সিগন্যালের
  • 5/8

এর আগে বৃহস্পতিবার একটি ট্যুইট করেছিলেন Elon Musk। সেখানে তিনি বলেন, "টুইটার ডিএম-এর সিগন্যালের মতো end to end encryption থাকা উচিত, যাতে কেউ আপনার মেসেজ হ্যাক করতে না পারে,"

কেনার
  • 6/8

তবে মাস্ক ট্যুইটার কেনার পর থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। টুইটার কিনতে মাস্ক ৪৪ বিলিয়ন ডলার খরচ করেছেন তিনি।

অনুসারে
  • 7/8

ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফোর্বস অনুসারে, তার মোট সম্পদ ২৬৯.৭ বিলিয়ন ডলার।

Advertisement
ফেব্রুয়ারিতে
  • 8/8

তার রকেট কোম্পানি SpaceX এর মূল্য ৭৪ বিলিয়ন ডলার। এটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে তহবিল পেয়েছে এবং নাসার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেছে। 

Advertisement